কয়েক দিন আগে দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠকের মাঝেই ওসি রাজুর বিরুদ্ধে হুঙ্কার দেন হুমায়ুন। ছবি সংগৃহীত।
ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে স্বতপ্রণোদিত ভাবে মামলা রুজু করল পুলিশ। একাধিক জামিন অযোগ্য ধারায় ভরতপুর থানার ওসি রাজু মুখোপাধ্যায় ওই মামলা দায়ের করেছেন। তাঁর বিরুদ্ধে ১৬৬, ১৮৯ , ৫০৪, ৫০৫, ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।
প্রসঙ্গত, কয়েক দিন আগে দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠকের মাঝেই ওসি রাজুর বিরুদ্ধে হুঙ্কার দেন হুমায়ুন। এই নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। হুমায়ুনের ওই বক্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। যদিও হুমায়ুনের অভিযোগ, ওসি বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের বিধায়কের বিরুদ্ধে লড়িয়ে দিচ্ছেন। তবে ওসির করা মামলা প্রসঙ্গে হুমায়ুন সোমবার রাতে বলেন, ‘‘বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা করেছে বলে জানতে পেরেছি। আইনি পথেই এর মোকাবিলা করব।’’
এ প্রসঙ্গে জেলার পুলিশ সুপার সবরী রাজকুমারের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তিনি ফোন ধরেননি।