Horse

লছিমনের ধাক্কায় ব্রাত্য হয়েছে ওরা

ডোমকল মহকুমার বিশেষ করে ইসলামপুর এলাকায় বছর কয়েক আগেও দাপিয়ে চলত ঘোড়ার গাড়ি। ইসলামপুর বাজার থেকে প্রত্যন্ত গ্রামগুলিতে পৌঁছে যেতে একমাত্র ভরসা ছিল টাঙ্গা।

Advertisement

সুজাউদ্দিন বিশ্বাস

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২০ ০৫:৪৪
Share:

দাবিদারহীন। নিজস্ব চিত্র।

বছর কয়েক আগেও ওদের কদর ছিল। আদর করে মালিক প্রিয় ঘোড়ার নাম রাখত ‘বাসন্তী’, মিতালি বা ‘পঙ্খীরাজ’।

Advertisement

ছোলা-গুড় সহযোগে দু’বেলা খাবার মিলত মালিকের কাছ থেকে। গ্রামের রাস্তায় ধুলো উড়িয়ে চলার সময়ে যেমন মাঝে মাঝে চাবুক পড়ত পিঠে, আবার অবসরে সেই পিঠেই হাত বুলিয়ে দিতেন মালিক। কারণ কাঁধে করে ঘোড়ার গাড়িটা টানার সঙ্গে সঙ্গে গোটা সংসারটাকেই যে টেনে নিয়ে যেত সেই ঘোড়া। কিন্তু বছর কয়েক ধরে লছিমনের দাপটে কদর কমতে থাকে ঘোড়ার। সময়ের সঙ্গে সঙ্গে টমটমের (ঘোড়ার গাড়ি) জায়গা দখল করে লছিমন।

ডোমকল মহকুমার বিশেষ করে ইসলামপুর এলাকায় বছর কয়েক আগেও দাপিয়ে চলত ঘোড়ার গাড়ি। ইসলামপুর বাজার থেকে প্রত্যন্ত গ্রামগুলিতে পৌঁছে যেতে একমাত্র ভরসা ছিল টাঙ্গা। ফলে গাড়ির মালিকের সেই ঘোড়াগুলিকে আদর-যত্ন করে বাড়িতে রাখতেন রুজি-রুটির টানে। কিন্তু ইঞ্জিনচালিত ভ্যান পথে-ঘাটে চলতে শুরু করায় যাত্রীরাও পছন্দ করতে শুরু করেন লছিমনকেই। ফলে চাহিদা কমতে থাকে ঘোড়ার গাড়ির। আর সেই সঙ্গে কদর কমতে থাকে ঘোড়ার-ও। তারপর থেকেই বেওয়ারিশ ঘোড়ার দেখা মিলতে থাকে পথে-ঘাটে।

Advertisement

ইসলামপুর এলাকার বাসিন্দা ধীমান দাস বলছেন, ‘‘ঘোড়ার গাড়ি চলাচল বন্ধ হওয়ার ফলে ঘোড়াকে খাবার দিতে না-পেরে অনেকেই তার চোখ বেঁধে দূরের কোনও ফাঁকা এলাকায় ছেড়ে আসত। আর খাবারের অভাবে ফসলের জমিতে ঢুকে পড়ত ওকরা। ফলে ঘোড়ার ওপর শুরু হত অত্যাচার।’’ ইসলামপুর এলাকার ঘোড়ার গাড়ির মালিক সাহাবুদ্দিন মণ্ডল বলছেন, ‘‘গরিব মানুষ, নিজের খাবার জোগাড় করাই কঠিন আমাদের। লছিমনের দাপটে কাঠা পাঁচেক জমি বন্ধক রেখে ঘোড়ার গাড়ির বদলে কিনে নিয়েছি লছিমন। কিছুদিন ঘোড়াটাকে বাড়িতেই রেখেছিলাম, কিন্তু তারপর আর খাবার দিতে পারিনি। ফলে একদিন দূরের গামে রাস্তার ধারে গিয়ে রেখে এসেছি।’’ অন্য এক ঘোড়ার গাড়ির মালিক এরশাদ আলি বলছেন, ‘‘সন্তানের মতো ভালবাসতাম আমার ফুলকলিকে। কিন্তু বাধ্য হয়েই তাকে ছেড়ে দিতে হয়েছিল বছর তিনেক আগে। ও কোথায় আছে কেমন আছে জানি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement