কাকিমাকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগে ধৃত। প্রতীকী চিত্র।
জমি সংক্রান্ত বিবাদের জেরে কাকিমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। ওই ঘটনায় ভাইপোকে গ্রেফতার করেছে নদিয়ার পলাশিপাড়া থানার পুলিশ। বুধবার রাতে ঘটেছে এই ঘটনা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আব্দুল সামাদ মণ্ডল ওরফে টিপু। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ইসমাইল মণ্ডল এবং জিব্রাইল মণ্ডলের পাশাপাশি বাড়ি। এঁরা সম্পর্কে দুই ভাই। এঁদের মধ্যে দীর্ঘ দিন ধরে সমস্যা চলছিল জমি নিয়ে। এর মধ্যে বুধবার ইসমাইলের বাড়িতে যান অভিযুক্ত টিপু, তাঁর এক ভাই এবং বাবা জিব্রাইল। তাঁরা ইসমাইলের কাছে একটি জমির দলিল চান বলে তাঁর পরিবারের দাবি। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। অভিযোগ, বচসা চলাকালীন ধারালো দা দিয়ে অভিযুক্তেরা ইসমাইলকে আক্রমণ করতে যায় বলে অভিযোগ। স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী বাচেনা মণ্ডল জখম হন বলে অভিযোগ। ধারালো অস্ত্রের কোপ হাতে লাগে বাচেনার। জখম বাচেনাকে ভর্তি করানো হয় তেহট্ট মহকুমা হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
এর পর বুধবার রাতে ইসমাইল অভিযোগ করেন পলাশিপাড়া থানায়। পুলিশ রাতেই টিপুকে গ্রেফতার করে। ওই ঘটনায় বাকি দুই অভিযুক্ত পলাতক। পুলিস তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে। এ নিয়ে তেহট্ট মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে এক জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে।”