হাসপাতালে নিহতের দেহ। নিজস্ব চিত্র।
কুয়াশাচ্ছন্ন শীতের ভোরে মুর্শিদাবাদের রেজিনগরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা। পিকআপ ভ্যানকে বেপরোয়া লরি ধাক্কা মারায় প্রাণ হারিয়েছেন ৫ জন। আহত হয়েছেন আরও ৬ জন। তার মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। জানা গিয়েছে, যাত্রীবাহী ওই ভ্যানকে লরিটি পিছন থেকে ধাক্কা মারার কারণেই ঘটেছে দুর্ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়ার রানাঘাট থেকে মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে পিকনিক করতে যাচ্ছিল ১৪-১৫ জনের একটি দল। অন্য দিকে, বেলডাঙা থেকে নদিয়ার দিকে যাচ্ছিল লরিটি। মঙ্গলবার ভোর সওয়া ৫টা নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়কের একটি লেনে এসে দাঁড়ায় ওই ভ্যান। সে সময় পিছন থেকে দ্রুত গতিতে এসে ট্রাকটি ধাক্কা মারে ভ্যানকে। কুয়াশার কারণে ভোরের দিকে দৃশ্যমানতা কম ছিল। পাশাপাশি, লরির গতিবেগ বেশি থাকা দুর্ঘটনার অন্যতম কারণ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
দুর্ঘটনায় নিহত সকলেই রানাঘাটের বাসিন্দা। মৃতদের মধ্যে ৩ মহিলা ও একজন ১৫ বছরের কিশোর। তাঁদের নাম সোমা দাস মালাকার, শিল্পী মন্ডল, লীলা মালাকার এবং সূর্য মালাকার। পরে হাসপাতালে আর এক জনের মৃত্যু হয়েছে।
গত ২৯ ডিসেম্বর পুরুলিয়ার ঝালদা থানার বানসা গ্রামে পিকনিকে যাওয়ার পথে, একই ভাবে দুর্ঘটনায় পড়ে একটি যাত্রীবাহী গাড়ি। ওই দিন ভোর পাঁচটা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পথের ধারের একটি বাড়িতে ঢুকে পিষে দেয় গৃহকর্তা ও তাঁর স্ত্রীকে। গাড়ি্র চালক ঘুমিয়ে পড়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছিল। ২৮ ডিসেম্বর রাত ১০টা নাগাদ পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে পিকনিক করে বাঁকুড়ায় ফেরার পথে দুর্ঘটনায় মারা যান ৪ জন।
আরও পড়ুন: এগারো কোটি খরচে ভাঙন রোধের কাজ