সুতপা চৌধুরীকে খুনের অভিযোগে ধৃত সুশান্তর জামিনের আর্জি খারিজ। — নিজস্ব চিত্র।
সুতপা চৌধুরীর হত্যাকাণ্ডে ধৃত সুশান্ত চৌধুরীর জামিন খারিজ করে দিল আদালত। শুক্রবার সুশান্তের জামিনের জন্য আবেদন করেন তাঁর আইনজীবী। তা খারিজ করে দিয়েছেন বিচারক। আপাতত জেল হেফাজতেই থাকবে কলেজ পড়ুয়া খুনে ধৃত ওই যুবক। ওই মামলার পরবর্তী শুনানি আগামী ১১ অগস্ট।
গত ২ মে সুতপাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল সুশান্তকে। শুক্রবার বহরমপুর আদালতে সুশান্তর জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। তবে তার বিরোধিতা করেন সরকারি আইনজীবী দেবাশিস রায়। তাঁর যুক্তি, সুশান্ত জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। এর পর বিচারক সুশান্তের জামিনের আর্জি খারিজ করে দেন। তাঁকে আগামী ১১ অগস্ট পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
গত ২ মে বহরমপুরের গোরাবাজার এলাকার কাত্যায়নীর গলিতে বহরমপুর গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপাকে খুন করেন সুশান্ত। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সামশেরগঞ্জের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে পুলিশ তাঁকে গ্রেফতার হন সুশান্ত। তার পর থেকে প্রথমে পুলিশ হেফাজত এবং পরে জেল হেফাজতে রয়েছেন সুশান্ত।