জেলা প্রশাসনকে লেখা চিঠি। —নিজস্ব চিত্র।
দু’পয়সা রোজগারের আশায় বিদেশ বিভুঁইয়ে পাঠিয়েছিলেন ছেলেকে। তার জেরেই এখন কপাল চাপড়াচ্ছেন মুর্শিদাবাদের বাসিন্দা শবকত আলি মণ্ডল। সেখানে ছেলেকে বন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ তাঁর। ছেলেকে ফিরিয়ে আনতে এখন জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি।
মুর্শিদাবাদ থেকে ফি বছরই প্রচুর যুবক বিদেশ বিভুঁইয়ে পাড়ি দেন। ২০১৭ সালে মালয়েশিয়ায় ছেলে আশরফ আলিকে কাজে পাঠান জলঙ্গি থানার অন্তর্গত সাদিখাঁড়দিয়ার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইন্নতপুরের বাসিন্দা শবকত। গত চার মাস পর্যন্তও কোনও সমস্যা ছিল না। কিন্তু এই মুহূর্তে আশরফকে ক্রীতদাস করে রাখা হয়েছে বলে অভিযোগ শবকত ও তাঁদের পরিবারের। বাড়িতে ফোন করে আশরফ তাঁকে বাড়ি ফেরানোর অনুরোধ জানিয়েছেন বলে জানা গিয়েছে।
বিষয়টি নিয়ে মুর্শিদাবাদের জেলাশাসক জগদীশ প্রসাদ মীনার সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন শবকত আলি। সুস্থ অবস্থায় ছেলেকে ফিরিয়ে আনার বন্দোবস্ত করার আবেদন জানিয়েছেন। জেলাশাসক তাঁদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।