Tapas Saha

ক্ষোভের সামনে বিধায়ক

বৃহস্পতিবার চাঁদেরঘাট পঞ্চায়েতে ধোপট্ট এলাকায় ঘটনাটি ঘটে। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্য সরকারের যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছে তা জনসাধারণের মধ্যে প্রচার করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

পলাশিপাড়া  শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ০১:৫২
Share:

—প্রতীকী ছবি

‘বঙ্গধ্বনি’ যাত্রা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন পলাশিপাড়ার বিধায়ক তাপস সাহা। এলাকায় উন্নয়নমূলক কাজ হয়নি অভিযোগ এলাকার বেশ কিছু মানুষ তাঁকে ঘিরে ধরেন। তাঁদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিধায়ক।

Advertisement

বৃহস্পতিবার চাঁদেরঘাট পঞ্চায়েতে ধোপট্ট এলাকায় ঘটনাটি ঘটে। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্য সরকারের যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছে তা জনসাধারণের মধ্যে প্রচার করা হচ্ছে। কিন্তু ধোপট্ট এলাকায় সেই ভাবে কোনও কাজ হয়নি। এমন অনেক এলাকা রয়েছে যেখানে আলো পৌঁছয়নি, রাস্তা বেহাল। সে দিকে নজর নেই প্রশাসনের।

স্থানীয় সূত্রের খবর, বিক্ষোভের সময়ে বেশ কিছু তৃণমূলের কর্মীও উপস্থিত ছিলেন। তাঁরা চাঁদের ঘাট অঞ্চল তৃণমূলের প্রাক্তন সভাপতি তুহিন মণ্ডলের ঘনিষ্ঠ। তুহিনকে পদ থেকে সরানোর জেরে গোষ্ঠীদ্বন্দ্বও এই বিক্ষোভের পিছনে থাকতে পারে বলে তৃণমূলের একাংশের দাবি।

Advertisement

তুহিন অবশ্য দাবি করেন, ‘‘আমি এলাকায় ছিলাম না। ঠিক কী ঘটেছে জানি না।” বিধায়ক দাবি করেন, ওই এলাকায় অনেক কাজ হয়েছে। কিছু দিন আগেই বার্নিয়া থেকে চাঁদের ঘাট পর্যন্ত পাকা রাস্তা হয়েছে। তার পরেও এই বিক্ষোভের অর্থ নেই। তিনি বলেন, “স্থানীয় কোনও নেতার মদতে কিছু লোক এটা করে থাকতে পারে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement