বহরমপুরে পিএসি-র বৈঠক
PAC

তবে কি মুখোমুখি অধীর-শুভেন্দু!

কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে বহরমপুরের বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ০১:৪২
Share:

বহরমপুর স্টেশনে পিএসি-র সদস্যরা। নিজস্ব চিত্র।

পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) বৈঠকে যোগ দিতে বহরমপুরে এলেন কমিটির সদস্যরা। তবে হদ্দ মফস্সলে এমন বৈঠকের গুরুত্ব চতুর্গুণ বেড়ে গিয়েছে সোমবারের আলোচনা সভায় দলবদল করা শুভেন্দু অধিকারীর যোগ দেওয়ার সম্ভাবনায়। গোটা রাজ্যের ‘পাখির চোখ’ হয়ে উঠেছে তাই বহরমপুর।

Advertisement

কলকাতায় বৈঠক শেষে শনিবার সন্ধ্যায় বিশেষ ট্রেনে পিএসি চেয়ারম্যান তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর সঙ্গে তাঁরা বহরমপুরে আসেন। বহরমপুর স্টেশন সংলগ্ন শিল্পতালুকের একটি হোটেলে তাঁদের ঠাঁই হয়েছে। আজ, রবিবার মায়াপুরের মন্দির দর্শনে যাবেন তাঁরা। যাওয়ার কথা লালবাগের হাজারদুয়ারিতেও। সোমবার শিল্পতালুকের ওই হোটেলেই পিএসি-র বৈঠক বসবে। চলবে ১৩ তারিখ পর্যন্ত। ওই বৈঠকে কেন্দ্র ও রাজ্য সরকারের আধিকারিকদেরও উপস্থিত থাকার কথা। তবে কোনও জেলা শহরে এই ধরনের বৈঠক হওয়ার ঘটনা বিরল। এই বৈঠক প্রসঙ্গে অধীর বলেন, “পিএসি-কে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই দেশের বিভিন্ন প্রান্তে এই বৈঠক হয়। এ বারের বৈঠকে পাট, বস্ত্রবয়ন শিল্প নিয়েও আলোচনা হবে। মুর্শিদাবাদ জেলা পাটের আদিভূমি। সেখানে কৃষকদের অভিজ্ঞতার কথা তুলে ধরতে পিএসি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বহরমপুরে।” আর বহরমপুরের সাংসদের পাট নিয়ে আলোচনা করার কথায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জল্পনা। বিভিন্ন রাজনৈতিক দল উৎসুক হয়ে চেয়ে রয়েছেন, ওই বৈঠকে সদ্য দলবদল করে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী আসেন কি না, তা দেখার জন্য। শুভেন্দু এখন জুট কর্পোরেশনের নয়া চেয়ারম্যান। তাই বৈঠকে তাঁর আসার সম্ভাবনা রয়েছে বলে বিজেপি সূত্রের দাবি। তবে শুভেন্দুর তরফে এ ব্যাপারে শনিবার রাত পর্যন্ত কিছু জানানো হয়নি। ফলে শুভেন্দু-অধীর মখোমুখি হন কি না, তার জন্য সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এদিন অধীরের সঙ্গে একই ট্রেনে বহরমপুরে আসেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদম্বিকা পাল, কেন্দ্রের প্রাক্তন শিক্ষামন্ত্রী সত্যপাল সিংহ, মধ্যপ্রদেশের সাংসদ সুধীর গুপ্ত, কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রাক্তন মন্ত্রী রামকৃপাল যাদব-সহ মোট ২৫ জন সদস্যের ১২ জন। তবে কলকাতায় তৃণমূলের সুখেন্দুশেখর রায় উপস্থিত থাকলেও তিনি বহরমপুরে আসছেন না। কেন্দ্রের জলশক্তি মন্ত্রক, বিভিন্ন তেল সংস্থা ছাড়াও রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে বৈঠকে ডাকা হলেও বহরমপুরে তিনিও আসছেন না বলেই সূত্রের খবর। কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে বহরমপুরের বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। কৃষি ও ব্যাঙ্কিং বিষয়ে এ বার দু’টি বৈঠক করবে পিএসি। কলকাতায় শনিবারের বৈঠকে কৃষি বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। আগামী ১৪ তারিখ ব্যাঙ্কিং বিষয়ক বৈঠকও বসবে কলকাতার একটি পাঁচতারা হোটেলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement