ইদ: নতুন টুপি ইসলামপুরে। ছবি: সাফিউল্লা ইসলাম
চলছে ইদের শেষ মুহূর্তের কেনাকাটা। চড়া রোদ আর তীব্র দাবদাহকে উপেক্ষা করে জমে উঠেছে ইদের বাজার। শহরের বিভিন্ন নামী বিপনির পাশাপাশি গঞ্জ-মফস্সলের হাটে-বাজারের দোকানে ভিড় চোখে পড়ছে। বিক্রেতারা বলছেন, দিনের বেলায় ভিড় কিছুটা কম থাকলেও, বেলা গড়াতেই বিভিন্ন দোকানে ক্রেতাদের ভিড় উপচে পড়ছে। অনেকে আবার ভিড় এড়াতে রোদ, গরমকে উপেক্ষা করে দিনের বেলাতেই সারছেন ইদের কেনাকাটা। শীততাপ নিয়ন্ত্রিত দোকানে ভিড় থাকছে বেশি। গঞ্জ-মফস্সলের বিভিন্ন দোকানে অনেক রাত পর্যন্ত চলছে বিকিকিনি।
বিক্রেতারা বলছেন করোনা আবহে পরপর দু'বছর ইদে বিক্রিবাট্টা তেমন ভাল হয়নি। এ বছর, ইদের আগে অধিকাংশ পরিযায়ী শ্রমিক ঘরে ফিরেছেন। ফলে বাড়ছে ইদের কেনাকাটা। হরিহরপাড়ার এক পোশাকের দোকান মালিক আব্দুল আজিম বলেন, ‘‘কয়েক দিন ধরে ভালই বিক্রি হচ্ছে। দিনের বেলায় ভিড় কিছুটা কম থাকলেও অনেক রাত পর্যন্ত খরিদ্দার থাকছে।’’ হরিহরপাড়ার অপর পোশাকের দোকান মালিক সাইদুল ইসলাম বলেন, ‘‘দোকান শীততাপ নিয়ন্ত্রিত হওয়ায় গত কয়েক দিন ধরে দিনের বেলাতেও ক্রেতারা কেনাকাটা করছেন। বিক্রি ভালই হচ্ছে।’’
নওদার এক সাপ্তাহিক পোশাকের হাটের মালিক বলেন, ‘‘গত শুক্রবার রাতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।’’ একই কথা বলছেন ট্যাংরামারি এলাকার ব্যবসায়ীরাও।