৩১৯ বছর পড়ল নদিয়ার চাকদহের খেদাইতলার জনপ্রিয় মনসা পুজো। বুধবারও শাস্ত্রাচার মেনে পুজো হল মনসার। গত দু’বছরের অতিমারি পরিস্থিতির পর পুরনো ছন্দে ফিরে এ বছর দস্তুর মেনে মেলারও আয়োজন করা হয়েছে।
কথিত আছে, ৩০০ বছর আগে নদীপথে ব্যবসা করতে আসা এক বণিক দল আস্তানা গড়ে খেদাইতলা এলাকায়। হঠাৎই মড়ক লাগে ওই বণিক দলে। মৃত্যুর কোলে ঢলে পড়েন একের পর এক বণিক। সেই সময় মনসা পুজোর স্বপ্নাদেশ পান বণিকদের ওই দলের হোতা। স্বপ্নে তাঁকে বলা হয়, মনসা পুজো করলেই বিপদ থেকে রক্ষা পাবেন তিনি। সেই থেকেই খেদাইতলায় মনসা পুজো শুরু হয়। যদিও এই ইতিহাস নিয়ে মতান্তর রয়েছে।
খেদাইতলার মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একাধিক পদক্ষেপ করা হচ্ছে প্রশাসনেক তরফে। মেলার বিভিন্ন জায়গায় রাখা হয়েছে স্যানিটাইজারের ব্যবস্থা। মেলায় আগত কোনও মানুষ হঠাৎঅসুস্থ হয়ে পড়লে তৎক্ষণাৎ তাঁর প্রাথমিক চিকিৎসার একটি মেডিক্যাল টিমও রাখা হয়েছে।