Electrocuted

ভোটের ফল দেখতে গিয়ে মৃত্যু! টেলিভিশনের তারে তড়িদাহত হয়ে প্রাণ গেল নাকাশিপাড়ার যুবকের

পরিবার সূত্রে খবর, টিনের ঘরে সকাল থেকেই টিভিতে ভোটের ফল দেখছিলেন প্রসেনজিৎ সর্দার নামে এক যুবক। বারান্দার টিনের দরজায় হেলান দিয়ে খবর দেখছিলেন নাকাশিপাড়া থানা এলাকার ওই বাসিন্দা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

নাকাশিপাড়া শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ১৫:৩৩
Share:

—প্রতীকী চিত্র।

রাজনীতি নিয়ে আকর্ষণ ছিল বরাবর। লোকসভা ভোটের ফল দেখতে সকাল থেকে টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিলেন প্রসেনজিৎ সর্দার। তত ক্ষণে মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে রাজ্য তথা দেশের ভোটচিত্র। তখন কেন্দ্রীয় সরকার গড়া নিয়ে অনিশ্চয়তার দোলাচল চলছে টিভিতে। বার কয়েক বাড়ির লোকজন ডাকলেও টিভি ছেড়ে ওঠেননি প্রসেনজিৎ। টিনের দরজায় হেলান দিয়ে খবর দেখার সময় আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৩১ বছরের ওই যুবকের। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, আহত যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পরিবার সূত্রে খবর, টিনের ঘরে সকাল থেকেই টিভিতে ভোটের ফল দেখছিলেন প্রসেনজিৎ। সন্ধ্যায় ঘরের বারান্দার টিনের দরজায় হেলান দিয়ে খবর দেখছিলেন নাকাশিপাড়া থানায় কাঠালবেড়িয়া গ্রামের ওই বাসিন্দা। হঠাৎ তাঁর চিৎকারে বাড়ির লোকজন চমকে যান। তাঁরা ওই ঘরে গিয়ে দেখেন ঘরের এক কোণে লুটিয়ে পড়ে আছেন তিনি। প্রসেনজিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু, তাঁকে বাঁচানো যায়নি।

মৃতের কাকা বিশ্বজিৎ সর্দার বলেন, ‘‘রাজনৈতিক খবরাখবর নিয়ে খুব চর্চা করত ও। ভোটের ফল দেখার জন্য সারা দিন টিভিতে খবর দেখছিল। হঠাৎই সন্ধ্যায় কারেন্টের শক্ খেয়ে গুরুতর আহত হয় আমার ভাইপো। হাসপাতালে নিয়ে যেতে যেতে সব শেষ!’’

Advertisement

পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement