জেলায় নির্বাচন এপ্রিলের ২৩ ও ২৯

শেষ বিকেলে, দিন ঘোষণার মুহূর্তে যেন চেহারা বদলে যেতে বহরমপুরের। দেওয়াল দখলের পাশাপাশি সন্ধের মুখে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়গুলিতে যেন ভিড় ভাঙতে শুরু করল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৯ ০১:৫৩
Share:

জল্পনায় দাঁড়ি টেনে রবিবাসরীয় বিকেলে সপ্তদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। শেষ বিকেলে, দিন ঘোষণার মুহূর্তে যেন চেহারা বদলে যেতে বহরমপুরের। দেওয়াল দখলের পাশাপাশি সন্ধের মুখে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়গুলিতে যেন ভিড় ভাঙতে শুরু করল। ব্যস্ততা শুরু হল কর্মীদের নেতাদের দোড়গোড়ায় জমে উঠল চটির পাহাড়।

Advertisement

কমিশনের ঘোষণা অনুযায়ী, রাজ্যে সাত দফা নির্বাচনের মধ্যে তৃতীয় এবং চতুর্থ দফায় নির্বাচন হবে মুর্শিদাবাদের তিনটি নির্বাচনী এলাকার। ২৩ এপ্রিল মুর্শিদাবাদ, জঙ্গিপুর কেন্দ্রের নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। ওই দিন মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের (মালদহ দক্ষিণ কেন্দ্রে মুর্শিদাবাদের ফরাক্কা ও শমসেরগঞ্জ বিধানসভা কেন্দ্র পড়ে) ভোটগ্রহণও হবে। ২৯ এপ্রিল বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন।

রবিবার সন্ধ্যায় ভোটের নির্ঘন্ট প্রকাশ করে এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন। দিল্লিতে নির্ঘন্ট প্রকাশের পর এ দিন সন্ধ্যায় বহরমপুরে নিজের অফিসে সাংবাদিক বৈঠক করেন মুর্শিদাবাদের জেলাশাসক পি উলাগানাথন। নির্বিঘ্নে ভোট করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানিয়েছেন তিনি। মঙ্গলবার বহরমপুরে নির্বাচন সংক্রান্ত বিষয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে।

Advertisement

মুর্শিদাবাদ জেলায় বহরমপুর, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। এ ছাড়া ফরাক্কা ও শমসেরগঞ্জ বিধানসভা কেন্দ্র পড়শি জেলার মালদহ দক্ষিণ কেন্দ্রের মধ্যে পড়ে। জেলায় মোট ভোটার রয়েছে ৫১ লক্ষ ৫৩ হাজার ৮৩৭ জন। তার মধ্যে মহিলা ভোটার ২৫,২২০০০ পুরুষ ভোটার ২৬,৩১৭২১, অন্য ভোটার ১১৬ জন। জেলায় ৫৭০৬ টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। এ ছাড়া ১৪টি অতিরিক্ত ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement