পার্থ ও রূপালী। বুধবার রানাঘাটের কামালপুরে। নিজস্ব চিত্র
বিজেপির মুকুটমণি অধিকারীর বদলে রানাঘাটে কে প্রার্থী হলেন বা সেখানে বিজেপির কত জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন তা নিয়ে তৃণমূলের বিন্দুমাত্র মাথাব্যথা নেই বলে জানিয়ে দিলেন দলের মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
বুধবার রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রূপালী বিশ্বাসের সমর্থনে প্রচার করতে এসেছিলেন তিনি। দলের প্রার্থীকে পাশে নিয়েই তিনি বলেন, “বিজেপি-র প্রার্থীতে কী হবে। রূপালী কয়েক লক্ষ ভোটে জিতবে। বিজেপি-র প্রার্থী আছে, ভোট নেই।”
এ দিন বিকেলে চাকদহের চুয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তিনি হুডখোলা জিপে প্রচার শুরু করেন। প্রায় সাত কিলোমিটার দূরে বালিয়ায় গিয়ে প্রচার শেষ হয়। তিনি ছাড়াও রাজ্যের আরেক মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক রত্না ঘোষ,জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু, বিধায়ক রমেন্দ্র নাথ বিশ্বাস- সহ অনেকে প্রচারে অংশ নিয়েছিলেন। এ দিন কৃষ্ণনগরে জেলাশাসকের অফিসের সামনে সরকারি শিক্ষক ও শিক্ষা কর্মীদের একাংশ নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি তুলে বিক্ষোভ দেখান। এ ব্যাপারে পার্থ বলেন, ‘‘এগুলি শেখানো। নির্বাচনের মুখে দাঁড়িয়ে কেউ অনশন করছে, কেউ বিক্ষোভ করছে, কেউ ধর্না দিচ্ছে। যারা করছে তাদের জানি। করতে দিন।’’
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
নদিয়া দক্ষিণ জেলা বিজেপি সভাপতি জগন্নাথ সরকার বলেন, “উনি কী বললেন, সেটা বড় কথা নয়। মানুষ কাদের সঙ্গে রয়েছে সেটা দেখতে হবে। মানুষ আমাদের পাশে আছে। কে জিতবে তা ২৩ মে দেখা যাবে।”