ভাঙা হচ্ছে নির্মাণ। শনিবার চাকদহে। নিজস্ব চিত্র।
উচ্ছেদের প্রতিবাদে শনিবার সকালে চাকদহের গোরাচাঁদতলা এলাকায় রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অবরোধের ফলে চাকদহ-বনগাঁ রাজ্য সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ-প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ ওঠে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চাকদহ ব্লকের তাতলা ১ পঞ্চায়েতের নবপল্লি এলাকায় চাকদহ-বনগাঁ রাজ্য সড়কের ধারে ক্লাব, দোকান-সহ ১৫টি নির্মাণ ভাঙতে যায় প্রশাসনের লোকজন। এ জন্য পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়। নির্মাণ ভাঙার তোড়জোড় দেখে সকাল সাড়ে ৯টা নাগাদ উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করেন। ঘণ্টা খানেক পর তাঁদের বুঝিয়ে অবরোধ তোলা হয়। ফের নির্মাণ ভাঙতে গেলে নতুন করে উত্তেজনা তৈরি হয়। উচ্ছেদের কাজ বন্ধ হয়ে যায়। শেষে ফের তাঁদের বুঝিয়ে উচ্ছেদ শুরু হয়। এ দিন উচ্ছেদের কাজ শেষ করা যায়নি বলে পুলিশ-প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দা চম্পা গোয়ালি বলেন, ‘‘এ দিন হঠাৎ করে আমাদের সরে যাওয়ার জন্য বলা হয়েছিল। সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। বিকল্প ব্যবস্থার পাশাপাশি ঘর সরিয়ে নিতে সময় দিতে হবে। আমরা সেই আবেদন জানিয়েছি।’’
চাকদহের বিডিও সমীরণকৃষ্ণ মণ্ডল বলেন, ‘‘কলকাতা হাইকোর্টের নির্দেশে উচ্ছেদ শুরু হয়েছে। বেশ কয়েকটি টিনের ঘর ভেঙে দেওয়া হয়েছে। স্থানীয় একটি ক্লাব এবং পাঁচটি পরিবার ঘর সরিয়ে নিয়ে যাওয়ায় জন্য সময় চেয়ে আবেদন জানিয়েছেন। বিষয়টি আদালতে জানানো হবে।’’ তিনি আরও বলেন, ‘‘আপাতত পরিবারগুলোর বসবাসের জন্য অন্যত্র ব্যবস্থা করা হয়েছে।’’
আইনজীবী মুকুল বিশ্বাস বলেন, ‘‘আমার মক্কেলের জমির সামনে সরকারি জমিতে ওঁরা দখল করে বসেছিলেন। আদালত দখলমুক্ত করার নির্দেশে দিয়েছে। প্রশাসন উচ্ছেদের কাজ শুরু করেছে। আশা করছি, খুব শীঘ্রই দখলমুক্ত করার কাজটা শেষ করবে প্রশাসন।’’