পথ দুর্ঘটনায় জখম বৃদ্ধ, রুদ্ধ হল জাতীয় সড়ক

ঘণ্টা দেড়েক অবরুদ্ধ রইল ৩৪ নম্বর জাতীয় সড়ক। শুক্রবার সকালে পলাশির ফুলবাগান মোড়ে একটি দুর্ঘটনার পরে ক্ষুব্ধ স্থানীয় লোকজন সকাল ৯টা থেকে প্রায় সাড়ে ১০টা পর্যন্ত ওই রাস্তা অবরোধ করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ১৩ মে ২০১৭ ০০:৪৬
Share:

অবরোধ: ৩৪ নম্বর জাতীয় সড়কে চলছে বিক্ষোভ। নিজস্ব চিত্র

ঘণ্টা দেড়েক অবরুদ্ধ রইল ৩৪ নম্বর জাতীয় সড়ক। শুক্রবার সকালে পলাশির ফুলবাগান মোড়ে একটি দুর্ঘটনার পরে ক্ষুব্ধ স্থানীয় লোকজন সকাল ৯টা থেকে প্রায় সাড়ে ১০টা পর্যন্ত ওই রাস্তা অবরোধ করেন। পরে পুলিশ তাঁদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। ততক্ষণে জাতীয় সড়কে পলাশির উত্তর-দক্ষিণে সার দিয়ে দাঁড়িয়ে গিয়েছে শয়ে শয়ে বাস-লরি-ট্রাক। ভোগান্তির শিকার হলেন অফিসমুখী নিত্যযাত্রী, অ্যাম্বুল্যান্সের ভিতরে থাকা রোগীরা। কোনও কিছুর তোয়াক্কা না করেই লোকজন রাস্তা অবরোধ করে।

Advertisement

কেন এ দিনের অবরোধ? আন্দোলনকারীদের দাবি, পলাশির ফুলবাগান মোড়ের মাথায় বার বার দুর্ঘটনা ঘটেছে। সেখানে যান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সিভিক কর্মীরা যথাযথ দায়িত্ব পালন করেন না। ওঁদের গয়ংগচ্ছ মনোভাবেই দুর্ঘটনা লেগেই রয়েছে। তাই পথ নিরাপত্তার দাবিতে এ দিনের অবরোধ। পুলিশ জানিয়েছে বাসিন্দাদের অভিযোগ ঠিক নয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে এক বৃদ্ধ ফুলবাগান মোড়ে ৩৪ নম্বর রাস্তা পার হচ্ছিলেন। আচমকা কৃষ্ণনগরমুখী একটি লরির ধাক্কায় আহত হন নবী শেখ নামে ওই বৃদ্ধ। তাঁকে উদ্ধার করে মীরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে বহরমপুর মেডিক্যালে ‘রেফার’ করেন। আহতের বাড়ি কালীগঞ্জের আরামডাঙায়।

Advertisement

দুর্ঘটনার পরে স্থানীয় লোকজন জাতীয় সড়ক অবরোধ করেন। ফলে দীর্ঘ যানজট তৈরি হয়। পুলিশ জানিয়েছে, লরিটিকে আটক করা হয়েছে। পলাতক চালকের খোঁজ চলছে।

অন্য দিকে, বৃহস্পতিবার রাতে ঝড় বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মেরে মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। ধুবুলিয়ার হাঁসাডাঙার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা। মৃতের নাম বচ্চন ঘোষ (২৭)। তাঁর বাড়ি ধুবুলিয়ার হাঁসাডাঙায়। তিনি সিআইএসএফের জওয়ান। রাজস্থানে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে গ্রামে এসেছিলেন। শুক্রবার শক্তিনগর জেলা হাসপাতালে তাঁর দেহের ময়না তদন্ত হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement