Ayushmann Khurrana

আমার বাবা স্বৈরাচারী ছিলেন, তবে আমি বাবা হিসাবে একেবারেই আলাদা: আয়ুষ্মান খুরানা

“আমার জামা থেকে সিগারেটের গন্ধ বেরোনোয় বাবা খুব মেরেছিলেন। অথচ আমি বাবার ভয়ে সিগারেট ছুঁয়েও দেখিনি। তা-ও মার খেতে হয়েছিল আমাকে”, বললেন আয়ুষ্মান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৮:৪৭
Share:

বাবাকে কেন স্বৈরাচারী বললেন আয়ুষ্মান খুরানা? ছবি: সংগৃহীত।

ঝুলিতে একাধিক নজরকাড়া ছবি। অভিনয়ে দক্ষতার পাশাপাশি গানেও পারদর্শী আয়ুষ্মান খুরানা। তবে এখানেই শেষ নয়। অভিভাবক হিসাবেও দুর্দান্ত ইনিংস তাঁর। খুব অল্প বয়সে মা-বাবা হয়েছিলেন, তাই সন্তানের জন্মের পরে স্ত্রী তাহিরা কাশ্যপের সঙ্গে নিজের মধ্যেও পরিবর্তন এনেছেন অভিনেতা। তবে তাঁর বাবা যে রকম ছিলেন, নিজের মধ্যে নাকি সেই ছায়া পড়তেই দেননি অভিনেতা। বাবা হিসাবে তিনি কেমন? নিজেই জানালেন অভিনেতা।

Advertisement

পিতৃত্ব প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা জানালেন, এই বিষয়ে নিজের বাবার থেকে সম্পূর্ণ ভিন্ন তিনি। তাঁর কথায়, “আমার বাবা স্বৈরাচারী। বাবা হিসাবে আমি কিন্তু একেবারেই আলাদা। আমি সব সময় বাবার হাতে চপ্পল, বেল্ট দিয়ে মার খেতাম। ওই পরিস্থিতিতে অবশ্য ওটাই হওয়ার সম্ভাবনা ছিল।” উল্লেখ্য, আয়ুষ্মানের বাবা পি.খুরানা একজন বিখ্যাত জ্যোতিষী ছিলেন। পাশাপাশি, জ্যোতিষবিদ্যা সংক্রান্ত বেশ কয়েকটি বইও লিখেছিলেন তিনি।

এক দিন পার্টি থেকে বাড়ি ফিরে বাবার কাছে বেদম মার খেয়েছিলেন আয়ুষ্মান। অথচ সেখানে তাঁর কোনও দোষ ছিল না! পুরনো এক ঘটনা তুলে ধরলেন অভিনেতা। বললেন, “এক দিন পার্টি থেকে ফিরেছি। আমার জামা থেকে সিগারেটের গন্ধ বার হওয়ায় বাবা খুব মেরেছিলেন। অথচ আমি বাবার ভয়ে সিগারেট ছুঁয়েও দেখিনি। তা-ও মার খেতে হয়েছিল আমাকে।”

Advertisement

আয়ুষ্মান-তাহিরার একটি কন্যাসন্তান ও পুত্রসন্তান। তবে কন্যাসন্তান হওয়ার পরে পিতৃত্বের সফর আরও গভীর হয়েছে। বাবা হিসাবে নিজেকে আরও বিশ্লেষণ করতে পেরেছেন। “কন্যাসন্তান সহানুভূতিশীল হতে শেখায়”, বললেন আয়ুষ্মান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement