Shantipur

Shantipur Doctor: দাবি মতো তোলা না দেওয়ায় হুমকির মুখে চিকিৎসক! অভিযোগ অস্বীকার স্থানীয় ক্লাবের

চিকিৎসকের অভিযোগ অস্বীকার করে ক্লাবের তরফ থেকে পাল্টা দাবি করা হয়েছে, সীমানা দেওয়াল ও নলকূপ ভাঙচুরের সঙ্গে ক্লাবের কোনও সদস্য জড়িত নন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। পুরভোটের আগে এই ঘটনায় শান্তিপুর শ্যামবাজার এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিপুর শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৭:০৪
Share:

নিজস্ব চিত্র।

যোধপুর পার্ক উৎসবের জন্য ক্যাফে মালিকের কাছে তোলা চাওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার জমি কিনে তোলাবাজির মুখে পড়ার অভিযোগ করলেন এক চিকিৎসক। দাবি মতো তোলা না দেওয়ায় জমির সীমানা চিহ্নিত করার দেওয়াল ভেঙে দেওয়ার অভিযোগ স্থানীয় ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। আরও অভিযোগ, ভেঙে দেওয়া হয়েছে নলকূপও। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকার অন্তর্গত শ্যামবাজারে।

শান্তিপুরের ফুলিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সুজন দাস সম্প্রতি শ্যামবাজার এলাকায় দেড় কাঠা জমি কেনেন। সেই জমি পাঁচিল দিয়ে ঘিরে একটি নলকূপ বসিয়েছেন। অভিযোগ, স্থানীয় একটি ক্লাবের সদস্যরা ওই এলাকায় জমি কেনার জন্য তাঁর কাছে চার লক্ষ টাকা দাবি করেন। দাবি মতো টাকা না দিতে পারায় ক্লাবের সদস্যরা চিকিৎসকের জমির সীমানা দেওয়াল ও নলকূপ ভাঙচুর করেছেন। শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন চিকিৎসক।

Advertisement

চিকিৎসকের অভিযোগ অস্বীকার করে ক্লাবের তরফ থেকে পাল্টা দাবি করা হয়েছে, সীমানা দেওয়াল ও নলকূপ ভাঙচুরের সঙ্গে ক্লাবের কোনও সদস্য জড়িত নন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। পুরভোটের আগে এই ঘটনায় শান্তিপুর শ্যামবাজার এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement