Bullet recovered

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান, গৃহবধূর কাছ থেকে উদ্ধার ৬৫ রাউন্ড তাজা কার্তুজ

বহরমপুরের মোহনা বাসস্ট্যান্ডের কাছে অল্প বয়সী এক মহিলাকে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয়। তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন বহরমপুর থানার মহিলা পুলিশকর্মীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১১:০০
Share:

বধূর কাছ থেকে উদ্ধার হওয়া কার্তুজ। — নিজস্ব চিত্র।

বাসস্ট্যান্ডে ইতস্তত ঘুরে বেড়ানো এক মহিলার কাছ থেকে উদ্ধার হল ৬৫ রাউন্ড তাজা কার্তুজ। গৃহবধূর কাছে বুলেট কোথা থেকে এল তা নিয়ে তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদের বহরমপুরের পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মোহনা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

বহরমপুরের মোহনা বাসস্ট্যান্ডের কাছে অল্প বয়সী এক মহিলাকে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয়। তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন বহরমপুর থানার মহিলা পুলিশকর্মীরা। তাঁদের কাছে গোপন সূত্রে খবর ছিল, অস্ত্র-সহ একজন ঘুরছেন বাসস্ট্যান্ড চত্বরে। পুলিশের জেরার মুখে ভেঙে পড়ে তাঁর কাছে কার্তুজ থাকার কথা স্বীকার করেন মহিলা। তার পর তাঁর কাছ থেকে উদ্ধার হয় ৬৫ রাউন্ড তাজা কার্তুজ। পুলিশের প্রাথমিক অনুমান, ওই কার্তুজ কাউকে দেওয়ার উদ্দেশে তিনি বাসস্যান্ডে অপেক্ষা করছিলেন।

গোপন সূত্রে খবর পেয়ে বাসস্যান্ডে ফাঁদ পেতেছিল পুলিশ। তাতেই ধরা পড়ে যান গৃহবধু। পুলিশ জানায়, ধৃতের নাম টুম্পা বিবি। বাড়ি ডোমকল থানার মালোপারার জুগিন্দা এলাকায়। বুধবার ধৃতকে আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বহরমপুর থানার এক শীর্ষ আধিকারিকের দাবি, ধৃতকে জেরা করে চক্রের খোঁজ শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement