দেওয়াল চাপা পড়ে মৃত শ্রমিক, সাগরপাড়ায় ঘর ভাঙার কাজ করছিলেন তিনি

হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা টিঙ্কুকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২০ ১৫:৩২
Share:

ওই শ্রমিকেক নিয়ে যাওয়া হয়েছিল সাগরপাড়া স্বাস্থ্যকেন্দ্রে। নিজস্ব চিত্র।

মুর্শিদাবাদের সাগরপাড়ায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। জানা গিয়েছে, দেওয়াল ভাঙার কাজ করার সময়েই দুর্ঘটনার মুখে পড়েন টিঙ্কু মোল্লা (২৫)। জানা গিয়েছে, শনিবার সকালে মেশিন দিয়ে দেওয়াল ভাঙার কাজ চলছিল। আচমকাই দেওয়ালের একটি অংশ হুড়মুড় করে ভেঙে পড়ে।

Advertisement

অন্যান্য শ্রমিক ও স্থানীয়রা সঙ্গে সঙ্গেই ভেঙে পড়া দেওয়ালের তলা থেকে টিঙ্কুকে উদ্ধার করে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু তার আগেই মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা টিঙ্কুকে মৃত ঘোষণা করেন।

জানা গিয়েছে টিঙ্কুর বাড়ি সাগরপাড়া থানার পোল্লাগাড়ি এলাকায়। সকালে বাড়ি থেকে বার হয়ে কাজিপাড়া এলাকায় দেওয়াল ভাঙার কাজে যান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement