নৃত্যাঙ্গনের উদ্যোগে কর্মশালা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৬ ১৩:৫৮
Share:

মহারাজের তত্ত্বাবধানে চলছে কর্মশালা। নিজস্ব চিত্র।

কত্থক নৃত্যের ওপর তিন দিনের কর্মশালা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের বহরমপুরে। নৃত্যাঙ্গনের উদ্যোগে এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন পদ্মবিভূষণ পণ্ডিত বিরজু মহারাজ। মোট দুশো জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নেন। মহারাজজির তত্ত্বাবধানে নানান মুদ্রা ও আঙ্গীকে শিক্ষিত হন তারা। মূলত কত্থকের প্রসার এবং অন্য শাস্ত্রীয় নৃত্যের ব্যাপ্তি ঘটানোর লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে এই কর্মশালার, এ কথা বলেন নৃত্যাঙ্গনের কর্ণধার পারমিতা মৈত্র। ৮ এপ্রিল থেকে শুরু হয়ে কর্মশালা শেষ হয় ১০ এপ্রিল। তিন দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাশ্বতী সেন, গুরু আসীমবন্ধু ভট্টাচার্য, কুচিপুড়ি শিল্পী মালবিকা সেন, ওড়িশি শিল্পী অলোকা কানুনগো-সহ অন্যান্যরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement