— প্রতিনিধিত্বমূলক ছবি।
উদ্দেশ্য, গঙ্গা দূষণমুক্ত রাখা। এর জন্য ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট গ্রুপ’, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি ও জেলা প্রশাসনের উদ্যোগে বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। বহরমপুর পুরসভা এবং জেলা প্রশাসনও গঙ্গা দূষণ রুখতে নদী উৎসব পালন করল।
সম্প্রতি বহরমপুরের ব্যারাক স্কোয়ারে খাদি মেলা শুরু হয়েছে। সেই মেলায় ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট গ্রুপ এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি লিফলেট, ব্যানার দিয়ে গঙ্গা দূষণ নিয়ে সকলকে সচেতন করে। এর পাশাপাশি, শনিবার দিনভর নদী উৎসব উপলক্ষে পদযাত্রা এবং নানা কর্মসূচি পালন করে বহরমপুর পুরসভা। ওইদিন সকালে বহরমপুরে কালেক্টরেট মোড় থেকে পদযাত্রা বেরোয়। কৃষ্ণনাথ কলেজঘাট পর্যন্ত সেই পদযাত্রা হয়। পদযাত্রায় বহরমপুরের মহকুমাশাসক শুভঙ্কর রায়, বহরমপুর পুরসভার সাফাই বিভাগের চেয়ারম্যান-ইন-কাউন্সিল জয়ন্ত প্রামাণিক-সহ একাধিক কাউন্সিলর উপস্থিত ছিলেন। সন্ধ্যায় গোপালঘাটে গঙ্গা দূষণ রোধে বাসিন্দাদের সচেতন করতে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গোপালঘাটের অনুষ্ঠানে পুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায়, উপপুরপ্রধান স্বরূপ সাহা-সহ অনেকে উপস্থিত ছিলেন।
গোপালঘাটে গঙ্গা দূষণ রোধে নানা অনুষ্ঠান হয়েছে। ওই ঘাটের এক কিলোমিটার আগে রাধারঘাটে ভাগীরথীতে ফুল বেলপাতা-সহ নানা জঞ্জাল জমে থাকার
অভিযোগ উঠেছে।
তবে জয়ন্ত বলেন, ‘‘গঙ্গা দূষণ রোধে বাসিন্দাদের সচেতন করতে নদী উৎসব পালন করা হয়েছে। পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাসিন্দাদের সচেতন করা হচ্ছে।’’
ব্যারাক স্কোয়ারে খাদিমেলা চত্বরেও গঙ্গা দূষণ রোধে মেলায় আগত লোকজনকে সচেতন করা হয়। পুর বিভাগের জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক লিটন সাহা বলেন ‘‘গঙ্গা নানা কারণে দূষিত হচ্ছে। সে জন্য মানুষকে সচেতন করছি আমরা।’’