তদন্তে বিডিও

মশারি বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করলেন বিডিও। বৃহস্পতিবার দুর্নীতির অভিযোগে রাত পর্যন্ত লালগোলার ময়া গ্রাম পঞ্চায়েতের কর্মীদের ঘেরাও করে রাখেন সিপিএম সমর্থকরা। অবশেষে লালগোলার বিডিও তদন্তের আশ্বাস দিলে ঘেরাও ওঠে।

Advertisement
রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ০০:২৯
Share:

মশারি বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করলেন বিডিও। বৃহস্পতিবার দুর্নীতির অভিযোগে রাত পর্যন্ত লালগোলার ময়া গ্রাম পঞ্চায়েতের কর্মীদের ঘেরাও করে রাখেন সিপিএম সমর্থকরা। অবশেষে লালগোলার বিডিও তদন্তের আশ্বাস দিলে ঘেরাও ওঠে। অভিযোগ, ময়া পঞ্চায়েতে পঞ্চায়েত দফতর থেকে ৩১৬৭টি মশারি পাঠানো হয়েছিল। কিন্তু তা বণ্টন না করে ‘ভুয়ো মাস্টাররোল’ তৈরি করে মশারির খরচ দেখানো হয়েছে। বিডিও মশারি বণ্টনের মাস্টাররোল আটক করেছেন। প্রধান দীপিকা সাহা অবশ্য দাবি, অভিযোগ মিথ্যা। তদন্তে সবই জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement