স্ত্রীকে খুনের অভিযোগে ধৃত স্বামী। প্রতীকী চিত্র।
সন্ধ্যা নামলে জানালার ও পারে দাঁড়িয়ে থাকে কোনও এক ছায়ামূর্তি! প্রথম থেকেই প্রৌঢ়ের সন্দেহ ছিল, স্ত্রীর সঙ্গে রোজ দেখা করতে আসেন প্রতিবেশী যুবক। সেই সন্দেহের বশেই ঘটে গেল মর্মান্তিক কাণ্ড। বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃত মহিলার নাম কল্পনা মণ্ডল (৪৭)। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের নবগ্রাম থানার নারায়ণপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্বামী ব্রজেন মণ্ডলকে। মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সুরিন্দর সিংহ বলেন, ‘‘ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।’’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দম্পতির মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। সম্প্রতি বাড়িতে প্রতিবেশী যুবকের আনাগোনা নিয়ে দু’জনের বিস্তর ঝামেলা হয়। মঙ্গলবার রাতেও একই কারণে ঝগড়া হয় ব্রজেন ও কল্পনার মধ্যে। অভিযোগ, মধ্যরাতে স্ত্রী ঘুমিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাঁকে খুন করেন ব্রজেন। এর পর প্রতিবেশীদের সন্দেহ এড়াতে ঘুম থেকে উঠে নিয়মমাফিক মাঠের কাজেও বেরিয়ে যান।
প্রতিবেশীরা জানান, বুধবার সকালে এক পড়শি মহিলা বাড়ির ছাগল খুঁজে পাচ্ছিলেন না। ছাগলের সন্ধানে কল্পনার বাড়িতে যেতেই ঘরে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন ওই মহিলা। তার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। খোঁজ শুরু হয় ব্রজেনের। অনেক খোঁজাখুঁজির পর গ্রামবাসীরাই ব্রজেনকে গ্রামের একটি মাঠ থেকে ধরে আনেন। গ্রামবাসীদের দাবি, ব্রজেন স্বীকার করেছেন যে, মঙ্গলবার গভীর রাতে কল্পনা যখন ঘুমিয়ে পড়েন, তখন তাঁকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করেছেন তিনি।
অসিত মণ্ডল নামে এক পড়শি বলেন, ‘‘ব্রজেন সন্দেহ করত, ওঁর বৌয়ের সঙ্গে পাড়ার এক যুবকের সম্পর্ক রয়েছে। অশান্তি লেগে থাকত ওঁদের পরিবারে। তবে এ ভাবে খুন করবে, ভাবতে পারছি না।’’