এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
কালীপুজোর শোভাযাত্রায় এক বধূর গায়ে কুলকুচি করে মদ ছেটানোর অভিযোগ ঘিরে উত্তেজনা নদিয়ার শান্তিপুরে। মহিলার স্বামীকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, শনিবার শান্তিপুর রেলস্টেশন এবং গোডাউন মাঠের দিক থেকে পর পর তিনটি শোভাযাত্রা যাচ্ছিল কাশ্যপপাড়ার দিকে। ওই শোভাযাত্রা থেকে এক মহিলার সঙ্গে অভব্যতার অভিযোগে ওঠে কয়েক জন যুবকের বিরুদ্ধে। অভিযোগ, মহিলার গায়ে কুলকুচি করে ছেটানো হয় মদ। ওই বধূ প্রতিবাদ করায় পাল্টা তাঁর মুখে কুলকুচি করে মদ ছেটানো হয় বলে অভিযোগ। স্ত্রীর অসম্মানের প্রতিবাদ করেন স্বামী। তখন মদের বোতল ভেঙে তাঁকে আক্রমণ করা হয়। স্বামী-স্ত্রী, দু’জনকেই রাস্তায় ফেলে মারধর করা হয়। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা বেশ কিছু ক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন বিভিন্ন পুজো কমিটির স্বেচ্ছাসেবকরা।
পরে ‘নির্যাতিতা’কে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই যুবকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় শান্তিপুর থানায়। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি।