—নিজস্ব চিত্র।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আবার আইএসএফে ভাঙন। শাসকদলে যোগ দিলেন কয়েকশো কর্মী। শুক্রবার সকালে ভাঙড়ের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নাটাপুকুর ৬১ নম্বর বুথে ওই আইএসএফ কর্মীরা জোড়াফুলের পতাকা হাতে তুলে নেন। তৃণমূল সূত্রে খবর, দলীয় নেতা খইরুল ইসলামের হাত ধরে তাঁরা যোগ দিয়েছেন।
পঞ্চায়েত ভোটের পর থেকে ভাঙড় জুড়ে একাধিক জায়গায় আইএসএফে রক্তক্ষরণ নজরে এসেছে। শুক্রবারও যাঁরা তৃণমূলের নাম লেখালেন, তাঁদের মধ্যে আরসাদ সাঁফুই বলেন, ‘‘নিজেদের ভুল বুঝতে পেরে আবারও তৃণমূলে ফিরে এলাম। এলাকার উন্নয়ন করতে হলে তৃণমূলের সঙ্গে থাকতে হবে।’’ তৃণমূল নেতা খইরুলও বলেন, ‘‘পঞ্চায়েত ভোটের পর সাধারণ মানুষ বুঝেছে, আইএসএফের সঙ্গে থাকলে কোনও উন্নয়ন হবে না। সেই কারণেই আমাদের দলে ফিরে আসছে সকলে। সকলকে নিয়েই আগামী দিনে উন্নয়নের কাজ করা হবে।’’