উদ্ধার বিপুল ইয়াবা। ফাইল চিত্র।
অভিনব কৌশলে পাচার করা হচ্ছিল মাদক। অসম থেকে নিয়ে আসা হচ্ছিল সাউন্ড বক্সের ভিতরে। কিন্তু শেষ রক্ষা হল না। স্পেশাল টাস্ক ফোর্স এবং রাজ্য পুলিশের যৌথ তল্লাশিতে ভেস্তে গেল সব ছক। মুর্শিদাবাদের বহরমপুরে উদ্ধার হয়েছে ওই বিপুল পরিমাণে মাদক। পুলিশ জানিয়েছে, ওই মাদকের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। ওই ঘটনায় জড়িত থাকার অপরাধে হাজিরুল ইসলাম এবং জসিম শেখ নাম দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বহরমপুরের মোহনা বাসস্ট্যান্ডে ফাঁদ পাতেন তদন্তকারীরা। বাসস্ট্যান্ডে টিকিট কাউন্টারের কাছে গ্রেফতার করা হয় ওই দুই পাচারকারীকে। তদন্তকারীদের সূত্রের জানা গিয়েছে, সাউন্ড বক্সের স্পিকারের মধ্যে রাখা ছিল ইয়াবার প্যাকেট। সেখান থেকে মোট ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। যার ওজন কয়েক কেজি।
ধৃতেরা সাগরপাড়ার বাসিন্দা। তাঁরা অসম থেকে সড়ক পথে ইয়াবা ট্যাবলেট আনছিল মুর্শিদাবাদে। ওই ইয়াবা ট্যাবলেট নিয়ে বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন হাজিরুল ইসলাম। স্কুটার নিয়ে বাসস্ট্যান্ডে পৌঁছন জসিম শেখ। বাসস্ট্যান্ডে দু’জনকেই গ্রেফতার করে পুলিশ। বুধবারই ধৃতদের বহরমপুরে আদালতে হাজির করানো হয়। দু’জনকে সাত দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। আর কোথায় কোথায় এই মাদক পাচারচক্র সক্রিয় তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
(গুরুতর অপরাধে অভিযুক্তকে ‘আপনি’ সম্বোধনে আপত্তি প্রকাশ করেন কেউ কেউ। কিন্তু আইনের বিচারে দোষী সাব্যস্ত হননি, এমন অভিযুক্তকে ‘আপনি’ সম্বোধনেরই পক্ষপাতী আনন্দবাজার অনলাইন)