Gold

ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার ৮৬ লক্ষ টাকার সোনা, ৬ লক্ষ নগদ বাংলাদেশি মুদ্রা

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

রানাঘাট শেষ আপডেট: ১৮ মে ২০২৩ ২৩:২১
Share:

সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে থেকে ভারতে পাচারের সময় কয়েক লক্ষ বাংলাদেশি টাকা এবং প্রচুর পরিমাণ সোনা উদ্ধার করল বিএসএফ। বুধবার রাতে বিএসএফের ৫৪ নম্বর ব্যাটেলিয়ানের অধীন নদিয়ার বানপুর সীমা চৌকি এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে ১.৩৯০ গ্রাম সোনা উদ্ধার হয়। যার বাজার মূল্য অন্তত ৮৬ লক্ষ টাকা। এর সঙ্গে ৬ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। উদ্ধার হওয়া বাংলাদেশি টাকা ও অবৈধ সোনা বানপুর শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, পাচারের বিষয়ে বুধবার সকালেই তাঁদের কাছে গোপন সূত্রে খবর এসেছিল। সেই খবর পাওয়ার পর থেকেই পাচারকারীদের ধরতে ছক কষা হয়। খানিক পরেই জওয়ানরা দেখেন, বাংলাদেশের দিক থেকে কাঁটাতারের দিকে দুই ব্যক্তি এগিয়ে আসছেন। তাঁদের গতিবিধি দেখে সন্দেহ হয় জওয়ানদের। জওয়ানরা তাঁদের থামতে বললে তাঁরা ফেন্সিং উপর দিয়ে একটি প্যাকেট ছুড়ে বাংলাদেশের দিকে ফিরে যায়। এর পরে জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে এলাকায় ব্যাপক তল্লাশি চালায়। তল্লাশির সময়, জওয়ানরা ২টি সাদা রঙের প্যাকেট এবং ২টি বাদামি রঙের প্যাকেট উদ্ধার করে। প্যাকেট দু’টিতে থেকে ৯টি সোনার বিস্কুট, ১৯টি সোনার চিপস, ১টি সোনার চেইন ও নগদ ৬ লক্ষ টাকার বাংলাদেশি মুদ্রা উদ্ধার করে। জওয়ানরা সঙ্গে সঙ্গে তাঁদের কোম্পানি কমান্ডারকেও বিষয়টি জানান। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement