Shantipur

শান্তিপুরে কালী মূর্তির গা থেকে গয়না চুরি

রবিবার সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। কী ভাবে চুরি হল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শান্তিপুর থানার পুলিশ আধিকারিকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিপুর শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২০ ১৯:৪৬
Share:

মূর্তির গা থেকে গয়না চুরি। নিজস্ব চিত্র।

পুজোর রাতেই কালী প্রতিমার গা থেকে খুলে সোনা, রুপোর গয়না চুরি হওয়া নিয়ে চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। শনিবার শান্তিপুরের ছুতোরপাড়ায় কালীপুজোর আয়োজন করে সূত্রগড় যুবশক্তি সংঘ নামে একটি ক্লাব। পুজো উদ্যোক্তদের দাবি, তাঁরা রবিবার সকালে দেখেন, প্রতিমার গায়ের গয়না নেই।

Advertisement

রবিবার সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। কী ভাবে চুরি হল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শান্তিপুর থানার পুলিশ আধিকারিকরা।

রবিবার এমনই একটি চুরি নিয়ে চাঞ্চল্য তৈরি হয় মেদিনীপুর শহরেও। মেদিনীপুর শহরে খুবই পরিচিত মানিকপুরের কালীমন্দির। সেখানেই শনিবার তালা ভেঙে চুরি হয়েছে। মন্দির কমিটির সম্পাদক মলয় দাস জানান, এটি প্রায় ১৫০ বছরের পুরনো মন্দির। শনিবার মাঝরাতে দুষ্কৃতীরা তালা ভেঙে চুরি করে নিয়ে যায় মায়ের গায়ে থাকা সোনা রুপার গহনা-সহ মন্দিরে থাকা আরও অনেক কিছু। রবিবার সকালে মন্দিরের সেবাইত পরিষ্কারের কাজ করার সময় প্রথম বিষয়টি দেখেন। তিনিই সকলকে খবর দেন। খবর দেওয়া হয় মেদিনীপুর কোতোয়ালি থানায়। পুলিশ ইতিমধ্যেই মন্দিরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকে খোঁজা শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement