দুর্ঘটনাগ্রস্ত লরি (বাঁ দিকে)। নিহত ছাত্রী। —নিজস্ব চিত্র
পথ দুর্ঘটনায় অষ্টম শ্রেণির ছাত্রীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের বেলডাঙায়। সাইকেলে টিউশন পড়তে যাওয়ার সময় একটি লরি ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় রিনা পারভিন নামে ওই ছাত্রীর। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলডাঙা থানার পুলিন্দা এলাকার বাসিন্দা ওই ছাত্রী সারগাছির দিকে যাচ্ছিল। সেই সময় রতনপুরের কাছে তার সাইকেলে ধাক্কা মারে একটি পাথর বোঝাই লরি। তার পর রাস্তার ধারে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে লরিটি। পালিয়ে যায় চালক। অন্য দিকে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রীর।
ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তায় দ্রুতগতিতে ভারী লরি চলাচল করলেও পুলিশ প্রশাসনের কার্যত কোনও নজরদারি নেই। সেই কারণে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: খেজুরিতে তৃণমূল প্রতীকের সামনে থেকেই শুরু হল শুভেন্দুর মিছিল