Children Drowned

মুর্শিদাবাদে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল চার শিশু, মৃত এক

ইমরান শেখ (১০), আজিজ শেখ (৮), ইকবাল শেখ (১০) ও মেহিদি হাসান (৯) চার জন একসঙ্গেই জলে নামে। এদের মধ্যে ইমরান ও আজিজ সম্পর্কে দাদা-ভাই। স্নান করতে নেমেই তারা প্রত্যেকেই তলিয়ে যেতে থাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৪ ২২:৫০
Share:

—প্রতীকী চিত্র।

বাড়ির পাশে গঙ্গায় স্নান করতে নেমে একসঙ্গে তলিয়ে গেল চার শিশু। এর মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ আরও এক। অসুস্থ শিশুটিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে। রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের লালখানদিয়ারে।

Advertisement

পুলিশ ও শিশুদের পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার ছুটির দিন থাকায় বাড়ির পাশের নদীতে স্নান করতে গিয়েছিল চার শিশু। ইমরান শেখ (১০), আজিজ শেখ (৮), ইকবাল শেখ (১০) ও মেহিদি হাসান (৯) চার জন একসঙ্গেই জলে নামে। এদের মধ্যে ইমরান ও আজিজ সম্পর্কে দাদা-ভাই। স্নান করতে নেমেই তারা প্রত্যেকেই তলিয়ে যেতে থাকে। স্থানীয়দের তৎপরতায় সবাইকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর সকলকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে আজিজ ও ইকবালের অবস্থা সঙ্কটজনক বলা জানান চিকৎসকেরা। পরে সেখানেই আজিজের মৃত্যু হয়। ইকবালের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল তরফে জানানো হয়েছে। চিকিৎসা চলছে তার। বাকি দুই শিশু ইমরান ও মেহিদিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement