প্রতীকী ছবি।
পথশ্রী অভিযানের প্রচারে আশার আলো দেখছেন জেলার লোকশিল্পীরা। করোনা আবহে প্রায় ছ'মাস ধরে বন্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান। ফলে দীর্ঘ দিন ধরে বন্ধ ছিল রোজগার। রাজ্য সরকারের দেওয়া মাসিক এক হাজার টাকা শিল্পী ভাতা আর রেশনের খাদ্যসামগ্রী দিয়ে কোনও রকমে দিন গুজরান করছিলেন অধিকাংশ লোকশিল্পী। তবে ‘পথশ্রী’ অভিযানে ডাক পাচ্ছেন অনেক শিল্পী। তাতেই খুলছে রোজগারের পথও।
জেলা তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে জানা গিয়েছে জেলায় প্রায় সাড়ে ১৫ হাজার লোক শিল্পী রয়েছেন যারা মাসিক হাজার টাকা শিল্পী ভাতা পান। ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পক্ষকাল ধরে এই অভিযান চলবে। শিল্পীদের বলা হয়েছে পথশ্রী অভিযান সম্পর্কে গান বাঁধতে। প্রতিটি দলে পাঁচ- ছ'জন শিল্পী দিনভর গান গেয়ে প্রচার করছেন। এই কাজের জন্য প্রতি দিন প্রত্যেক শিল্পী পাবেন আরও হাজার টাকা। এক পক্ষকাল ব্যাপী এই অভিযানে প্রতিদিন কম পক্ষে ৫০-৬০ জন শিল্পী কাজ পাচ্ছেন।
চোঁয়া গ্রামের লোকশিল্পী গোলাপ ফকি বলেন, ‘‘এই ছ’মাস শিল্পী ভাতা আর রেশনের চালেই সংসার চলল। অনুষ্ঠানে ডাক আসতে শুরু হল। আশা করছি এ বার ডাল ভাতটা দু'বেলা জুটবে।’’ শিল্পী আনসার মোল্লা বলেন, ‘‘অধিকাংশ লোক শিল্পীই দুঃস্থ।তাঁদের মুখে হাসি ফুটেছে।’’ জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনুপ কুমার গায়েন বলেন, ‘‘পথশ্রী অভিযানে শিল্পীরা ডাক পাচ্ছেন। পুজোর আগেই করোনা ও ডেঙ্গির প্রচারেও তাদের কাজে লাগানো হবে। দূরত্ব বিধি বজায় রেখে কিভাবে প্রচারাভিযান করা যায় তারও চিন্তাভাবনা চলছে।’’