Suvendu Adhikari

বহরমপুরে ‘দাদার অনুগামী’ লেখা শুভেন্দু অধিকারীর ফ্লেক্স, ফেস্টুন পুড়িয়ে দিল তৃণমূল ছাত্র পরিষদ

রবিবার রাতে বহরমপুর শহরের বিভিন্ন জায়গায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী, দলত্যাগী শুভেন্দু অধিকারীর ছবি-সহ পোস্টার ফ্লেক্স ও ফেস্টুন খুলে ফেললেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ১৬:৫৬
Share:

নিজস্ব চিত্র।

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর এবার মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারীর ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে।

Advertisement

রবিবার রাতে বহরমপুর শহরের বিভিন্ন জায়গায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী, দলত্যাগী শুভেন্দু অধিকারীর ছবি-সহ পোস্টার ফ্লেক্স ও ফেস্টুন খুলে ফেললেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। রবিবার রাত্রে বহরমপুর শহরের বিভিন্ন জায়গায় থাকা‘দাদার অনুগামী’, ‘আমরা দাদার সৈনিক’ নামে যে পোস্টার ছিল তা খুলে পুড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।

মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভীষ্মদেব কর্মকার জানান, মুর্শিদাবাদ জেলাতে ‘বিশ্বাসঘাতক’ শুভেন্দু অধিকারীর অনেক অনুগামী আছে।তাঁরা ইচ্ছাকৃত ভাবে আমাদের জেলাতে ফ্লেক্স লাগিয়েছিল। আমরা সেই তাই সেগুলি খুলে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছি।

Advertisement

দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি গৌরীশঙ্কর ঘোষ বলেন,‘‘শুভেন্দু অধিকারীর ফ্লেক্স, ফেস্টুন পুড়িয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিরোধীদের যে কোনও মর্যাদা দেওয়া হয় না এটা তার প্রমাণ। আগামী দিনে তৃণমূল বলে আর কিছু থাকবে না।’’

আরও পড়ুন: ‘পাড়ায় পাড়ায় সমাধান’, দুয়ারে সরকারের পর নতুন কর্মসূচি রাজ্যের

আরও পড়ুন: মমতার শিল্পমুখী ভাবমূর্তি তুলে ধরতে তৎপর তৃণমূল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement