Fire

শর্ট সার্কিটের জেরে পুড়ে গেল বেড ও যন্ত্রাংশ, বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের

কী ভাবে শর্ট সার্কিট হল, তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২১ ১৭:০২
Share:

শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে জানা গিয়েছে। —নিজস্ব চিত্র।

বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। রবিবার সকালে হাসপাতালের ডায়লিসিস বিভাগে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। তাতে বেশ কিছু যন্ত্রাংশ এবং বেড পুড়ে যায়। কর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ডায়লিসিস বিভাগ থেকে ধোঁয়া বেরোতে দেখে টনক নড়ে কর্মীদের। তড়িঘড়ি ছুটে যান তাঁরা। তাই আগুন ছড়াতে পারেনি। কর্মীদের তৎপরতাতেই বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। রোগীদের সকলেই নিরাপদ রয়েছেন।
কী ভাবে শর্ট সার্কিট হল, তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement