ক্রিকেট খেলছেন দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র।
মুর্শিদাবাদ সফরে এসেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই রাজনৈতিক সফরের মধ্যেই বৃহস্পতিবার সকালে অন্য মুডে দেখা গেল তাঁকে। বহরমপুরে প্রাতর্ভ্রমনে বার হন দিলীপ। চলে যান বহরমপুরের স্কোয়ার ফিল্ডে। সঙ্গে বিজেপির কর্মী সমর্থকরাও ছিলেন। তাদের নিয়েই ক্রিকেট খেলায় মাতলেন দিলীপ।
এর পরে সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেন দিলীপ। তখন এদিনের বন্ধ নিয়ে বলেন, "বাংলার লোক বন্ধ চাইছে না। সিপিএম ও কংগ্রেস দুই দলকেই বিদায় জানিয়েছে। মুর্শিদাবাদ জেলায় আগে ছিল কংগ্রেস ও সিপিএম। তারা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। তৃণমূল থাকলেও তারা নিজেদের ঝগড়া ঝামেলা মেটাতে ব্যস্ত। পশ্চিমবঙ্গে এ বার বিজেপির হাত ধরে পরিবর্তন হবে।"
বুধবার রাতেই তৃণমূল পঞ্চায়েত সদস্য রাজা শেখ খুন হয়েছেন। সেই প্রসঙ্গে দিলীপ বলেন, "মুর্শিদাবাদ জেলাতে খুন নতুন কিছু নয়। মুর্শিদাবাদ জেলাতে উগ্রপন্থীও পাওয়া যায়। বুধবার সভা করে ফেরার পথে আমাদের দু'টি গাড়ি ভাঙচুর করা হয়। সারা দেশের মধ্যে গরীব জেলা মুর্শিদাবাদ। গরীব ও সমাজবিরোধী জেলা মুর্শিদাবাদ।"