dead body

Dead Body: পুকুরে যুবকের দেহ, তদন্ত

রানাঘাট ২ ব্লকের বহিরগাছি গ্রাম পঞ্চায়েতের বিশ্বনাথপুরের বাসিন্দা মুকেশ বিএ পাশ করে প্রাইভেট টিউশনি করছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ০৬:২৬
Share:

প্রতীকী ছবি।

দু’দিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছে পুকুরে মিলল এক গৃহশিক্ষকের পচন ধরা মৃতদেহ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মুকেশ টিকাদার (২৬)। তাঁর বাড়ি ধানতলা থানার বহিরগাছি বিশ্বনাথপুরে। শুক্রবার তাঁর দেহ ভেসে ওঠার পরে রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠিয়ে ময়নাতদন্ত করায় পুলিশ। কী করে মুকেশের মৃত্যু হয়েছে, তা নিয়ে তদন্ত করার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছে তাঁর পরিবার।

Advertisement

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, রানাঘাট ২ ব্লকের বহিরগাছি গ্রাম পঞ্চায়েতের বিশ্বনাথপুরের বাসিন্দা মুকেশ বিএ পাশ করে প্রাইভেট টিউশনি করছিলেন। দু’দিন আগে তিনি বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। বিভিন্ন জায়গায় খুঁজেও তাঁকে পাওয়া যায়নি। শুক্রবার বাড়ির পাশে পুকুরে তাঁর দেহ ভাসতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দা নিত্যানন্দ বিশ্বাস বলেন, “মুকেশ সাতার জানত। সে আত্মহত্যা করেছে বলে আমাদের মনে হয় না। তাকে খুন করা হয়েছে বলেই আমাদের সন্দেহ হচ্ছে।” পুলিশ জানায়, তদন্তে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement