Deaths

খেলতে গিয়ে ডুবে মৃত্যু একই পরিবারের ৩ শিশুর

শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিতলা থানার অন্তর্গত নন্দনপুর এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২১ ০০:৫৬
Share:

উদ্ধার পর এই হাসপাতালেই নিয়ে যাওয়া হয়েছিল তাদের। -নিজস্ব ছবি।

ইটভাটার ভিতরে একটি গর্তের জমা জলে ডুবে মৃত্যু হল একই পরিবারের তিন শিশুর। মৃতেরা হল সাদিকুল শেখ(৮), আশা খাতুন(৮) এবং রহিদ শেখ(৬)। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিতলা থানার অন্তর্গত নন্দনপুর এলাকায়।

Advertisement

মৃতদের পরিবার সূত্রে খবর, ওই তিন শিশুই শনিবার বৃষ্টির পর ইটভাটাতে খেলতে গিয়েছিল। এর ঘণ্টাখানেক পরই অন্য দুই শিশু দুর্ঘটনার খবর দেয় তাঁদের। গ্রামের লোকেরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন, তিন শিশুই জমা জলে অচৈতন্য অবস্থায় ভেসে রয়েছে। স্থানীয়রাই এক এক করে তাদের উদ্ধার করে। নিকর্টবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement