CPM-TMC

তেহট্টের সমবায়ে নিরঙ্কুশ জয় পেল সিপিএম, বাম প্রার্থীরা জিতলেন ৪৯ আসনে, তৃণমূলের দখলে ২০টি

নির্বাচনে জয়ের পর বামেদের বক্তব্য, এই রায় তৃণমূলের দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে রায়। অন্য দিকে, শাসকদলের দাবি, বাম আমল থেকে কায়দা করে সমবায় সমিতিগুলি দখল করেছে রেখেছে সিপিএম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ ২০:৫৮
Share:

নদিয়ার তেহট্টের সমবায় সমিতিতে নিরঙ্কুশ জয় পেল সিপিএম। প্রতীকী চিত্র।

নদিয়ার তেহট্টের সমবায় সমিতিতে নিরঙ্কুশ জয় পেল সিপিএম। রবিবার পলাশিপাড়ার ধোপট্ট সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনের ফল ঘোষণার পর দেখা যায়, সিপিএম সমর্থিত প্রার্থীরা জিতেছেন ৪৯টি আসনে। আর তৃণমূল সমর্থিত প্রার্থীরা ২০টি আসনে। নির্বাচনে জয়ের পর বামেদের বক্তব্য, এই রায় তৃণমূলের দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে রায়। অন্য দিকে, শাসকদলের দাবি, বাম আমল থেকে কায়দা করে সমবায় সমিতিগুলি দখল করেছে রেখেছে সিপিএম।

Advertisement

এই সমবায়ে ভোটার সংখ্যা ১,৭৩৪ জন। সমবায় সূত্রে খবর, সিপিএম ও তৃণমূলের দ্বিমুখী লড়াই ছিল এই সমিতিতে। বিজেপি একটি আসনেও প্রার্থী দিতে পারেনি। তৃণমূলের অবশ্য অভিযোগ, বিজেপি ও সিপিএম এক হয়ে এই নির্বাচনে লড়েছে। তৃণমূলের ব্লক সভাপতি বিশ্বরূপ রায় বলেন, ‘‘বিজেপি আর সিপিএম জুটি বেঁধে লড়েছে। এই ফল পঞ্চায়েত নির্বাচনে প্রভাব ফেলবে না।’’

তৃণমূলের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ সিপিএম। দলের এরিয়া কমিটির সম্পাদক সুবোধ বিশ্বাস বলেন, ‘‘এই জয় সাধারণ মানুষের জয়। দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে মানুষের মতামত। এই জয় পঞ্চায়েতের পূর্বাভাস।’’ বিজেপির অবশ্য দাবি, তারা এই নির্বাচন নিয়ে ভাবিত নয়। দলের নদিয়া উত্তরের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস বলেন, ‘‘আমাদের পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। তার জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি। এই ফলাফল পঞ্চায়েত নির্বাচনে প্রভাব ফেলবে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement