CPM

নদিয়ার সমবায় ভোটে প্রার্থীই দিতে পারল না শাসকদল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বামেরা

সমবায় সূত্রে খবর, ওই সমিতিতে প্রায় ১৩০০ ভোটার রয়েছে। গত নির্বাচনে তৃণমূল সব ক’টিতে প্রার্থী দিয়ে ৬টি আসন জিতেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তেহট্ট শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ ২৩:১৫
Share:

নিজস্ব চিত্র।

নদিয়ার চাঁদের ঘাট কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে কোনও প্রার্থীই দিতে পারল না তৃণমূল। সেখানে বিনা লড়াইয়ে ৪৯টি আসন জিতে নিল সিপিএম।

Advertisement

সমবায় সূত্রে খবর, ওই সমিতিতে প্রায় ১৩০০ ভোটার রয়েছে। গত নির্বাচনে তৃণমূল সব ক’টিতে প্রার্থী দিয়ে ৬টি আসন জিতেছিল। তৃণমূল সূত্রে দাবি, মূলত গোষ্ঠী কোন্দলের কারণেই প্রার্থী দেওয়া যায়নি। গ্রাম পঞ্চায়েত সদস্য তুহিন মণ্ডল বলেন, ‘‘এই সমবায়ে এ বার আমরা ভাল জায়গায় ছিলাম। শুধু সিপিএমের সঙ্গে অঞ্চল সভাপতি ও ব্লক সভাপতি যোগসাজশ করায় এই ঘটনা ঘটেছে। এর জন্য এলাকার তৃণমূল কর্মীদের কাছে জবাবদিহি করতে হবে দলের নেতাদের।’’

এ প্রসঙ্গে তৃণমূলের তেহট্ট-১ নম্বর ব্লক সভাপতি বিশ্বরূপ রায়ের কাছে জানতে চাওয়া হলে উনি কোনও মন্তব্য করতে রাজি হন নি।

Advertisement

সমবায় ভোটে জয়ের সিপিএম নেতা সমীরণ কর্মকার বলেন, ‘‘মানুষ যে আমাদের দিকে ফিরছে, এই সমবায় সমিতির নির্বাচনেই তা প্রমাণিত। এখানে আমরা ৪৯টি আসনেই বিনা লড়াইয়ে জয়ী হয়েছি। এই জন্য সমবায় সমিতির সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement