অনাস্থা, অপসারিত সিপিএম প্রধান

তৃণমূলের অনাস্থায় অপসারিত হলেন সিপিএমের প্রধান। মঙ্গলবার করিমপুর ১ ব্লকের পিপুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে তলবি সভা ডাকা হয়। তাতে প্রধান সিপিএমের চম্পা দাসের বিরুদ্ধে ১৬ সদস্যের পঞ্চায়েতে ৯ জন ভোট দিলে তিনি অপসারিত হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

করিমপুর শেষ আপডেট: ০২ মার্চ ২০১৬ ০২:৩৫
Share:

তৃণমূলের অনাস্থায় অপসারিত হলেন সিপিএমের প্রধান। মঙ্গলবার করিমপুর ১ ব্লকের পিপুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে তলবি সভা ডাকা হয়। তাতে প্রধান সিপিএমের চম্পা দাসের বিরুদ্ধে ১৬ সদস্যের পঞ্চায়েতে ৯ জন ভোট দিলে তিনি অপসারিত হন।

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পিপুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে মোট ১৬ জন সদস্যের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে দু’জন তৃণমূল, ৪ জন কংগ্রেস ও ১০ জন সিপিএম সদস্য নির্বাচিত হয়েছিলেন। সিপিএম পঞ্চায়েতের ক্ষমতা দখল করে। দিন পনেরো আগে তৃণমূল ওই পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অপসারণের নোটিস জমা দেন স্থানীয় করিমপুর ১ বিডিওর কাছে। সেই অনুযায়ী এ দিন পঞ্চায়েতের তলবি সভায় মোট ৯ জন সদস্য অনাস্থার পক্ষে ভোট দেন। তাদের মধ্যে দু’জন তৃণমূল ছাড়াও ছিলেন ৪ জন কংগ্রেস ও ৩ জন সিপিএম সদস্য। অনাস্থার পক্ষে কংগ্রেস সদস্য আদের মণ্ডল জানান, “চিরকাল সিপিএমের হাতে মার খেয়ে এসেছি। এখন বিধানসভা ভোটে নিচু স্তরের কর্মীদের সঙ্গে কোনও আলোচনা না করেই নিজেদের স্বার্থে নেতারা জোট করছেন। আমরা তার বিরুদ্ধে বলেই আজ সিপিএমের বিপক্ষে ভোট দিয়েছি।”

বিধায়ক সিপিএমের সমরেন্দ্রনাথ ঘোষ জানান, “দলে নির্বাচিত ৩ জন সদস্য ব্যক্তি স্বার্থে অনেক আগেই তৃণমূলে চলে যাওয়ায় তাদের দল থেকে বরখাস্ত করা হয়েছে। কংগ্রেস সদস্যরাও তৃণমূল হয়েছে। তবে সামনে বিধানসভার ভোটে সিপিএম কংগ্রেস জোটে কোনও প্রভাব পড়বে না।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement