Coronavirus in West Bengal

করোনায় মৃত আরও দু’জন

জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, আক্রান্তদের তালিকায় সাগরদিঘি হাসপাতালের ল্যাবরেটরি কর্মী থেকে শুরু করে আশাকর্মী, এএনএম (স্বাস্থ্যকর্মী) রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

বহরমপুর শেষ আপডেট: ১০ অগস্ট ২০২০ ০১:৫৫
Share:

ছবি: সংগৃহীত।

ফের করোনায় মৃত্যু হল দু’জনের। রবিবার ভোরে বহরমপুরে মাতৃসদন করোনা হাসপাতালে তাঁদের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নওদার বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি রয়েছে। অন্য জন বেলডাঙার ২৮ বছর বয়সী এক মহিলা। দু’দিন আগে নওদার ওই ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মাতৃসদনে ভর্তি হয়েছিলেন। শনিবার তাঁর পজ়িটিভ হয়। রবিবার ভোরে তাঁর মৃত্যু হয়েছে। অন্যদিকে বেলডাঙার ওই মহিলাও দিন কয়েক আগে মাতৃদসন করোনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। এই দুজনকে নিয়ে জেলায় ১৫ জনের করোনায় মৃত্যু হল। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার শর্মিলা মল্লিক বলেন, ‘‘এদিন সকালে দুই করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।’’

Advertisement

অন্যদিকে করোনা আক্রান্তের সংখ্যাও ক্রমশ ঊর্ধ্বমুখী। শনিবার রাতে করোনা আক্রান্ত হয়েছেন ৭২জন। এতদিন পর্যন্ত একদিনে আক্রান্তের নিরিখে ৭২ জন সব থেকে বেশি। c শনিবারের ৭২ জনকে নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হল ১১৯০ জন। তবে করোনা থেকে রবিবারও সুস্থ হয়েছেন ৪০জন। এদিনের ৪০জনকে নিয়ে এ পর্যন্ত জেলায় করোনা থেকে সুস্থ হলেন ৭৮০জন। এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ১৫ জনের।

মুর্শিদাবাদের মুখ্যস্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস বলেন, ‘‘করোনা আক্রান্তদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া আক্রান্তদের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।’’

Advertisement

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার জেলায় সব থেকে বেশি করোনা পজ়িটিভ হয়েছে রঘুনাথগঞ্জ ১ব্লকে। সেখানে ৯ জনের করোনা পজ়িটিভ রয়েছে। এর পরে লালগোলার ৮ জন, শমসেরগঞ্জের ৭ জনের করোনা পজ়িটিভ। এছাড়া বাকি সব ব্লক ও পুরসভা এলাকায় গড়ে ২-৩ জন করে করোনা পজ়িটিভ হয়েছে। প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বেড়েছে জেলায়। করোনা সংক্রমণ বাড়লেও জেলার দূরত্ববিধি ভঙ্গ করা যেমন নজরে পড়ছে, তেমনই মাস্ক ছাড়াই লোকজনকে বাইরে বেরোতে দেখা যাচ্ছে। চায়ের দোকান থেকে মাঠে আড্ডা জমাচ্ছেন। বহরমপুরে ব্যারাক স্কোয়ারে সকাল সন্ধেয় বহু লোক বিধি ভেঙে ভিড় জমাচ্ছেন।

জেলা স্বাস্থ্য দফতর থেকে প্রশাসনের কর্তারা জানিয়েছেন, করোনার হাত থেকে রক্ষা পেতে নিজেদের সুরক্ষিত রাখতে হবে।

(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।

• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement