তখন চলছে অবরোধ। সোমবার। নিজস্ব চিত্র
গরিবের রুজিরুটি ও নিত্যযাত্রীদের স্বার্থে অবিলম্বে লোকাল ট্রেন চালু করার এই দাবি নিয়ে রেল অবরোধ করল কংগ্রেস। সোমবার দুপুরে বেথুয়াডহরি স্টেশন নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের কর্মীরা রেল ও সরকারি কর্মচারীদের নিয়ে চলা বিশেষ ট্রেন আটকে দেন। প্রায় আধ ঘণ্টা অবরোধ চলে।
কংগ্রেস কর্মীরা জানান, দীর্ঘদিন হয়ে গেলেও লোকাল ট্রেন চালু করা হচ্ছে না। আনলক পর্বে আস্তে আস্তে সব কিছু খুলে দেওয়া হলেও লোকাল ট্রেনের বিষয়ে সরকারের কোনও সাড়াশব্দ নেই। যে পারস্পরিক দূরত্ব বজায় রাখার কারণ দেখিয়ে ট্রেন বন্ধ রাখা হয়েছে, ভিড় বাসে তার কিছুই বজায় থাকছে না। সে ক্ষেত্রে কোন নিয়ম পালন হচ্ছে?
তাঁদের যুক্তি, ট্রেনের উপরে নির্ভর করে বহু মানুষ রুজিরুটির সংস্থান করেন। ট্রেন বন্ধ থাকায় তাঁরা সপরিবার সঙ্কটে পড়েছেন। স্টেশনে বা বাইরের চত্বরে যে সব ব্যবসায়ীরা দোকান চালিয়ে আসছিলেন, তাঁদেরও জীবন-জীবিকা বিপন্ন। নিত্যযাত্রীদেরও চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে।
নাকাশিপাড়া ব্লক কংগ্রেস সভাপতি আনিসুর রহমান বলেন, “আমাদের দাবি সাধারণ ছোট ব্যবসায়ী, হকার ও নিত্যযাত্রীদের জন্য। লোকাল ট্রেন চালু না হলে আমরা আরও বড় আন্দোলনের পথে ষাব।”