ভোট প্রচারে কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বুধবার কান্দিতে। ছবি :কৌশিক সাহা।
পঞ্চায়েত ভোটের শেষ লগ্নের প্রচারে ফের কান্দিতে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দলীয় প্রার্থীদের হয়ে তিনটি সভা করে অধীর। কান্দি মহকুমার বড়ঞা থেকে কান্দির দোহালিয়া বাইপাস ও মছলন্দি এলাকায় সভা করেন অধীর। সব ক'টি সভাতেই দলীয় কর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
এ দিনের সভায় অধীর বলেন, ‘‘বাংলায় একশো দিনের কাজ এনেছিল কংগ্রেস। তার মধ্যে এই জেলায় প্রথম কাজ শুরু হয়। কিন্তু এখন সেটা বন্ধ। কারণ কেন্দ্র নাকি টাকা দিচ্ছে না। কিন্তু রাজ্য সরকার ওই কাজের হিসাবও দেয় না। সব মেরে খাচ্ছে। মুখে বলছে দিল্লিতে আন্দোলন করবে। সেটাও পঞ্চায়েত ভোটের মুখে বলছে। যাতে বাংলার মানুষকে বলে ভোট দেওয়ার জন্য।’’ ওই সভা থেকে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নরোত্তম সিংহ বলেন, ‘‘চুরি করার একটা মাত্রা থাকে। তৃণমূল সব কিছুকে পার করেছে এবং মৃত ব্যক্তিদের নামে ঘর বার করছে, একশো দিনের কাজ করাচ্ছে। আরে ভাই আর কত?’’
দক্ষিণ মুর্শিদাবাদ জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি পার্থপ্রতিম সরকার অধীরকে কটাক্ষ করে বলেন, ‘‘আমাদের নেত্রী ভোটের সময় মানুষের কাছে আসে এমন নয়। সারাটা বছর ধরে মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়ন করে।’’
তবে অধীরের দাবি, তৃণমূলের একের পর এক নেতা শুধু জেলে যাচ্ছে। গরু পাচার, কয়লা পাচার, বালি পাচারের সঙ্গে সরকারি চাকরি চুরি করছে। অধীর বলেন, ‘‘খোকাবাবুকে বাঁচতে মোদীকে হাতে রাখতে বাংলা থেকে আম পাঠিয়েছেন। মোদীকে খুশি রাখতে না পারলে দিদির আদরের খোকাবাবুর বড়ই বিপদ, সেটা দিদি জানেন।’’ চোরের মায়ের বড় গলা হয়, সেই হাল হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর, দাবি অধীরের।
তৃণমূল নেতা পার্থপ্রতিম এ দিন বলেন, ‘‘অধীর চৌধুরীর কাছে আমাদের দল সার্টিফিকেট নেওয়ার অপেক্ষা করে না।" অধীর এ দিন সাধারণ মানুষকে বলেন, ‘‘আপনাদের জোটবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।’’