ফাইল চিত্র।
তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদে। রবিবার রাতে মানিকচক অঞ্চলের বাউরিমারি এলাকায় ঘটনাটি ঘটেছে। কংগ্রেসের দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে শাসকদল। তাদের দাবি, বোমাবাজির জেরে তাঁদের তিন কর্মী-সমর্থক আহত হয়েছেন। তাঁর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। কংগ্রেস অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করেছে।
স্থানীয় সূত্রে জানা খবর, পঞ্চায়েত ভোটের প্রচার সেরে রাতে বাড়ি ফিরছিলেন এক দল তৃণমূল কর্মী-সমর্থক। অভিযোগ, সেই সময় তাঁদের লক্ষ্য করে একের পর বোমা ছোড়া হয়। তৃণমূল কর্মীদের লক্ষ্য করে একের পর এক বোমা ছোড়া হয়। ঘটনায় তিন তৃণমূল কর্মী আহত হন। প্রথমে তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল লালগোলা কৃষ্ণপুর হাসপাতালে। কিন্তু দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই গোটা ঘটনা ঘটিয়েছে বলে দাবি তৃণমূলের। মুর্শিদাবাদ জেলা তৃণমূল চেয়ারম্যান অপূর্ব সরকার বলেন, ‘‘ভোট যত এগোচ্ছে, কংগ্রেসের সন্ত্রাস তত বাড়ছে। প্রশাসন আছে। তারা ব্যবস্থা নেবে।’’
শাসকদলের অভিযোগ অস্বীকার করে পাল্টা কংগ্রেসের দাবি, ভোটের আগে দলীয় কর্মীদের জেলবন্দি করতে চক্রান্ত করা হচ্ছে। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ‘‘ভোটের আগে কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলবন্দি করে এলাকা দখল করতে চাইছে তৃণমূল। মানুষ তাদের পরিকল্পনা ব্যর্থ করবে।’’