শহিদ সমাবেশে যোগ দিতে কলকাতার পথে। কৃষ্ণনগর স্টেশনে সুদীপ ভট্টাচার্যের তোলা ছবি।
২১ জুলাইয়ের শহিদ সমাবেশে যোগ দিতে হাওড়াগামী ডাউন তিস্তা-তোর্সা এক্সপ্রেসে চেপে বসেছিলেন তাঁরা। হঠাৎই কানে আসে, ট্রেনে আগুন লেগেছে। ট্রেন তখন নবদ্বীপে। তড়িঘড়ি নামতে যান তিন রেলযাত্রী। আর তাতেই বিপত্তি। আহতদের বয়ান অনুযায়ী, ঘড়িতে তখন রাত তিনটে। হঠাৎই সামনের দিক থেকে বহু লোক ছুটে আসতে শুরু করেন। এতেই পদপিষ্ট হয়ে যায় অনেকে। আহতদের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বাসিন্দা অতুল সাহা এবং কোচবিহারের বক্সিরহাটের বাসিন্দা আবুসানা সিদ্দিকি নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। দু’জনেরই পায়ে আঘাত লেগেছে। অপর যাত্রী ফারসেদ শেখকে প্রাথমিক চিকিৎসার পড়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।