Bihar

অস্ত্রোপচারের পর এক মাস ধরে প্রসূতির পেটের মধ্যেই রয়ে গেল গজ! চাঞ্চল্য বিহারের হাসপাতালে

গত ৪ অক্টোবর দ্বারভাঙা মেডিক্যাল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগে অস্ত্রোপচারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেন অঞ্জলি। কিন্তু তার পরেই বাধে বিপত্তি। দিনকয়েক যেতে না যেতেই পেটে যন্ত্রণা শুরু হয় তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ২২:০৭
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

অস্ত্রোপচারের পর এক মাস ধরে প্রসূতির পেটের ভিতরেই রয়ে গেল গজ! সম্প্রতি বিহারের একটি হাসপাতালে ঘটনাটি ঘটেছে। খবরটি প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই প্রসূতির নাম অঞ্জলি কুমারী। তিনি বিহারের দ্বারভাঙা জেলার ব্রহ্মপুরা গ্রামের বাসিন্দা। গত ৪ অক্টোবর দ্বারভাঙা মেডিক্যাল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগে অস্ত্রোপচারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেন অঞ্জলি। কিন্তু তার পরেই বাধে বিপত্তি। দিনকয়েক যেতে না যেতেই পেটে যন্ত্রণা শুরু হয় তাঁর। দ্রুত তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেই জানা যায়, মহিলার পেটের ভিতরে রয়ে গিয়েছে আস্ত একটি গজ! ফের অস্ত্রোপচার করে ওই গজের টুকরোটি বের করা হয়েছে।

ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনেছে রোগিনীর পরিবার। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কী ভাবে এমন ঘটল,তা খতিয়ে দেখবেন তাঁরাও। ওই সময় কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement