বৈঠকে থাকবেন নার্সিংহোম মালিকেরা

মাসকয়েক আগে মুখ্যমন্ত্রী কলকাতায় বেসরকারি হাসপাতালের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। তারপর থেকে তিনি জেলা সফরে গেলেই ডাকা হচ্ছে নার্সিংহোমের মালিকদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ০৫ মে ২০১৭ ০১:৫২
Share:

মাসকয়েক আগে মুখ্যমন্ত্রী কলকাতায় বেসরকারি হাসপাতালের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। তারপর থেকে তিনি জেলা সফরে গেলেই ডাকা হচ্ছে নার্সিংহোমের মালিকদের। সেই নিয়ম ভাঙা হল না নদিয়াতেও। আজ, শুক্রবার কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে হাজির থাকবেন ব্যবসায়ীদের প্রতিনিধি ও নার্সিংহোমের মালিকেরাও। এমনটাই জানা গিয়েছে জেলা প্রশাসনের শীর্ষ স্তর থেকে।

Advertisement

আজ, শুক্রবার দুপুরে কৃষ্ণনগরে রবীন্দ্রভবনে মুখ্যমন্ত্রী উন্নয়ন সংক্রান্ত বৈঠক করবেন। সেই বৈঠকে উপস্থিত থাকার জন্য নার্সিংহোমের মালিকদের জেলাশাসক চিঠি পাঠিয়েছেন। এতে খুশি হয়েছেন নার্সিংহোম মালিক থেকে শুরু করে ব্যবসায়ীরা। নার্সিংহোমের মালিকেরা জানিয়েছেন, এর আগে কখনও মুখ্যমন্ত্রীর বৈঠকে তাঁরা ডাক পাননি। মুখ্যমন্ত্রী তাঁদের উদ্দ্যেশে কী বলেন, সে দিকেই তাঁরা তাকিয়ে রয়েছেন। জেলাশাসক সুমিত গুপ্ত বলছেন, “মুখ্যমন্ত্রীর উন্নয়ন সংক্রান্ত বৈঠকে নার্সিংহোম মালিক এবং ব্যবসায়ীদের প্রতিনিধিদেরও ডাকা হয়েছে।” কৃষ্ণনগরের একটি নার্সিংহোমের মালিক বাসুদেব মণ্ডল বলছেন, “এই প্রথম মুখ্যমন্ত্রীর বৈঠকে ডাক পেলাম। কী নিয়ে আলোচনা হবে, মুখ্যমন্ত্রী কী বলবেন কিছুই জানি না। তবে আশা করি আমরা কথা বলার সুযোগ পাব।’’

জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্পাদক গোকুলবিহারী সাহা বলছেন, “সংগঠনের অনেকেই ডাক পেয়েছেন। জেলার উন্নয়ন সংক্রান্ত বৈঠকে ডাক পেয়ে আমরা খুশি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement