মৃত কুশ মণ্ডল। —নিজস্ব চিত্র।
বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। মৃত ব্যক্তির নাম কুশ মণ্ডল (৬২)। তাঁর ছেলে বিপ্লব মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের মল্লাবের এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার বিপ্লব এর আগেও একাধিক বার তার বাবা মাকে মারধর করত বলে অভিযোগ। বুধবার সকালে বিপ্লবের সঙ্গে তার বাবার কথা কাটাকাটি শুরু হয়। হঠাৎই সে তার বাবাকে আক্রমণ করে বলে অভিযোগ। মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলেই মারা যান কুশ।
এর পরেই উত্তেজিত জনতা অভিযুক্ত বিপ্লবকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ দেহ উদ্ধার করে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল এবং পরে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত কুশের পরিবারের অভিযোগ, বিপ্লব মাঝেমাঝেই মদ খেয়ে তার বাবা-মায়ের উপর অত্যাচার চালাত।