তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে চলছে সিবিআই অভিযান। শুধু জাফিকুলের বাড়িই নয়, মুর্শিদাবাদ জেলায় মোট চার জায়গায় সিবিআই তল্লাশি চলছে বলে খবর। বৃহস্পতিবার সকাল সাড়ে ছ’টা নাগাদ প্রথমে বড়ঞার কুলিতে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়ী সুজল আনসারি ওরফে ঝন্টু শেখের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে সিবিআই। তল্লাশি অভিযান চলাকালীনই খবর আসে ডোমকলের বিধায়ক জাফিকুলের বাড়িতেও তল্লাশি শুরু করেছে সিবিআইয়ের চার সদস্যের দল।
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রথমে বিধায়ক জাফিকুলের বাড়ি ঘিরে ফেলেন। ভিতরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। তাঁদের বয়ানও রেকর্ড করা হয়। তবে বিধায়ক বাড়িতে রয়েছেন কি না, তা এখনও পরিষ্কার নয়।
গরু পাচার মামলায় আগেও জাফিকুলকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এনআইএর তদন্তকারীরাও তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। যদিও এ বার কোন মামলায় তাঁর বাড়িতে সিবিআই অভিযান চালাচ্ছে তা এখনও স্পষ্ট নয়।
বড়ঞার কুলিতে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসায়ী ঝন্টু শেখের বাড়িতেও সিবিআই তল্লাশি চলছে। কুলির চৌরাস্তায় তাঁর বাড়ি। সূত্রের খবর, ঝন্টু শিক্ষা নিয়োগে দুর্নীতির অভিযোগে ধৃত কুন্তল ঘোষের ঘনিষ্ঠ। তাপস মণ্ডলের সঙ্গেও যোগাযোগ ছিল। ঝন্টুর একাধিক বিএড কলেজ আছে বলে জানা যাচ্ছে। কুন্তুলকে জেরা করে ঝন্টু সম্পর্কে তথ্য পাওয়া যায় বলে সিবিআই সূত্রে খবর। ঝন্টুর সঙ্গে জেলবন্দি মানিক ভট্টাচার্য এবং জীবনকৃষ্ণ সাহারও ঘনিষ্ঠতা ছিল বলে জানা গিয়েছে।