বিচারপতি অমৃতা সিংহ। —ফাইল চিত্র।
রানিনগরে ‘ভোট পরবর্তী হিংসা’র ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিল কংগ্রেস। কলকাতা হাই কোর্টে মামলাও হয়। বুধবার সেই মামলার শুনানি শেষে ঘটনার তদন্তভার মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপারকে দিলেন বিচারপতি অমৃতা সিংহ। একই সঙ্গে ঘটনার জেরে ঘরছাড়াদের ঘরে ফেরা নিশ্চিত করার দায়িত্বও তাঁকে দিয়েছেন বিচারপতি।
আদালত সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জাহাঙ্গির ফকির রানিনগরে ‘ভোট পরবর্তী হিংসা’র অভিযোগ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন। অভিযোগ, প্রকাশ্যে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে থানা এলাকায় ঘুরলেও, পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা নিচ্ছে না। হাই কোর্টে কংগ্রেসের আইনজীবী অভিযোগ করেন, পুলিশ অনেক অভিযোগ গ্রহণই করেনি। যে অভিযোগগুলি গ্রহণ করেছে, তার ভিত্তিতে আবার যথাযথ কোনও পদক্ষেপ করেনি। এমনকি এফআইআর-ও সঠিক সময়ে হয়নি বলেই অভিযোগ তাঁর।
শুনানি শেষে বিচারপতি সিংহের নির্দেশ, ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে দিয়ে প্রত্যেকটি অভিযোগের সঠিক তদন্ত করাতে হবে। মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই। ওই দিন পুলিশ সুপারকে এই মামলা সম্পর্কিত বিস্তারিত রিপোর্ট হাই কোর্টকে জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।