যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকের ধাক্কায় জখম হলেন ট্রাকের চালক, বাসের এক মহিলা-সহ ১৫ জন বাসযাত্রী। রবিবার ভোরে হোগলবেড়িয়ার দাসপাড়ার ঘটনা। জখম সকলেই শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি। দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ডোমকল থেকে বর্ধমান যাচ্ছিল বাসটি। করিমপুর-বহরমপুর রাজ্য সড়ক দিয়ে সেই সময় জলঙ্গির দিকে যাচ্ছিল খড়বোঝাই ট্রাকটি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল। ট্রাকেও মাত্রাতিরিক্ত খড় ছিল। পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ট্রাকটিকে ধাক্কা মারে।
জখম যাত্রীদের প্রথমে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁদের ভর্তি করানো হয় শক্তিনগর জেলা হাসপাতালে। বাস ও ট্রাকটিকে আটক করা হয়েছে। বাসের চালক পলাতক।
বাসিন্দাদের অভিযোগ, এক দিকে বাসের ভয়াবহ গতি, অন্য দিকে ট্রাকে যে ভাবে মাত্রাতিরিক্ত পণ্য বোঝাই করা হয় তাতে এমন ঘটনাই তো স্বাভাবিক। পুলিশ-প্রশাসন সব জেনেও উদাসীন। এ দিনের দুর্ঘটনায় জখম এক যাত্রীর কথায়, ‘‘বাসটা বেশ জোরেই ছুটছিল। আচমকা বিকট আওয়াজ। আর কিছু মনে নেই। জ্ঞান ফিরলে দেখি হাসপাতালে।’’ নদিয়ার পুলিশ সুপার শীষরাম ঝাঝারিয়া জানান, পুলিশ নিয়মিত রাস্তায় টহল দেয়। বেপরোয়া ভাবে গাড়ি চালানো ও অতিরিক্ত পণ্যবোঝাই গাড়ি দেখলেই উপযুক্ত পদক্ষেপ করা হবে।